বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার যাদের ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছে- তারা এখন সংলাপের নামে তামাশা শুরু করেছে। অতীতের মতো এসব ‘নাটক-কাহিনি’ করে আবারও একটি চুরি-ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় তারা। আর সেটাই বাস্তবায়নের দায়িত্ব হলো তথাকথিত এই নির্বাচন কমিশনের। কাজেই এ নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। নির্দলীয়-নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর তারা যে নির্বাচন কমিশন গঠন করবে- সেই কমিশনের সঙ্গে আমরা আলোচনা বা সংলাপে অংশ নেব। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ইসির সংলাপ নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বর্তমান সরকারকে আমরা অবৈধ বলে মনে করি। সেখানে নির্বাচন কমিশনের ওপর কোনো আস্থা আমাদের নেই। কারণ এই ইসি-কে তো এ সরকারই নিয়োগ দিয়েছে। তারা তো এই আওয়ামী লীগ সরকারের হুকুম আর এজেন্ডাই বাস্তবায়ন করতে এসেছে। কাজেই এদের সঙ্গে সংলাপ করা মানে বৃথা সময় নষ্ট করা। আমীর খসরু বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত কমিশন হচ্ছে- বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। তাদের নিয়োগই দেওয়া হয়েছে ভোট চুরির নির্বাচন করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। তথাকথিত এই নির্বাচন কমিশন হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। তিনি প্রশ্ন রেখে বলেন, কিসের নির্বাচন কমিশন? আমরা তো এই সরকারকেই বৈধ বলে মনে করি না। তাহলে এই কমিশনকে কি রকম মনে করব? কাজেই নির্বাচন কমিশন তো অনেক দূরের কথা, আগে এই সরকারের পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার সেই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দেবে সেই কমিশনের সঙ্গে আমাদের সংলাপ হতে পারে। তার আগে নয়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কী বলছেন দলগুলোর নেতারা
সংলাপের নামে তামাশা
------ আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর