বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার যাদের ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছে- তারা এখন সংলাপের নামে তামাশা শুরু করেছে। অতীতের মতো এসব ‘নাটক-কাহিনি’ করে আবারও একটি চুরি-ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় তারা। আর সেটাই বাস্তবায়নের দায়িত্ব হলো তথাকথিত এই নির্বাচন কমিশনের। কাজেই এ নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। নির্দলীয়-নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর তারা যে নির্বাচন কমিশন গঠন করবে- সেই কমিশনের সঙ্গে আমরা আলোচনা বা সংলাপে অংশ নেব। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ইসির সংলাপ নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বর্তমান সরকারকে আমরা অবৈধ বলে মনে করি। সেখানে নির্বাচন কমিশনের ওপর কোনো আস্থা আমাদের নেই। কারণ এই ইসি-কে তো এ সরকারই নিয়োগ দিয়েছে। তারা তো এই আওয়ামী লীগ সরকারের হুকুম আর এজেন্ডাই বাস্তবায়ন করতে এসেছে। কাজেই এদের সঙ্গে সংলাপ করা মানে বৃথা সময় নষ্ট করা। আমীর খসরু বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত কমিশন হচ্ছে- বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। তাদের নিয়োগই দেওয়া হয়েছে ভোট চুরির নির্বাচন করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। তথাকথিত এই নির্বাচন কমিশন হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। তিনি প্রশ্ন রেখে বলেন, কিসের নির্বাচন কমিশন? আমরা তো এই সরকারকেই বৈধ বলে মনে করি না। তাহলে এই কমিশনকে কি রকম মনে করব? কাজেই নির্বাচন কমিশন তো অনেক দূরের কথা, আগে এই সরকারের পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার সেই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দেবে সেই কমিশনের সঙ্গে আমাদের সংলাপ হতে পারে। তার আগে নয়।
শিরোনাম
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
কী বলছেন দলগুলোর নেতারা
সংলাপের নামে তামাশা
------ আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর