বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার যাদের ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছে- তারা এখন সংলাপের নামে তামাশা শুরু করেছে। অতীতের মতো এসব ‘নাটক-কাহিনি’ করে আবারও একটি চুরি-ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় তারা। আর সেটাই বাস্তবায়নের দায়িত্ব হলো তথাকথিত এই নির্বাচন কমিশনের। কাজেই এ নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। নির্দলীয়-নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর তারা যে নির্বাচন কমিশন গঠন করবে- সেই কমিশনের সঙ্গে আমরা আলোচনা বা সংলাপে অংশ নেব। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ইসির সংলাপ নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বর্তমান সরকারকে আমরা অবৈধ বলে মনে করি। সেখানে নির্বাচন কমিশনের ওপর কোনো আস্থা আমাদের নেই। কারণ এই ইসি-কে তো এ সরকারই নিয়োগ দিয়েছে। তারা তো এই আওয়ামী লীগ সরকারের হুকুম আর এজেন্ডাই বাস্তবায়ন করতে এসেছে। কাজেই এদের সঙ্গে সংলাপ করা মানে বৃথা সময় নষ্ট করা। আমীর খসরু বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত কমিশন হচ্ছে- বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। তাদের নিয়োগই দেওয়া হয়েছে ভোট চুরির নির্বাচন করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। তথাকথিত এই নির্বাচন কমিশন হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। তিনি প্রশ্ন রেখে বলেন, কিসের নির্বাচন কমিশন? আমরা তো এই সরকারকেই বৈধ বলে মনে করি না। তাহলে এই কমিশনকে কি রকম মনে করব? কাজেই নির্বাচন কমিশন তো অনেক দূরের কথা, আগে এই সরকারের পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার সেই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দেবে সেই কমিশনের সঙ্গে আমাদের সংলাপ হতে পারে। তার আগে নয়।
শিরোনাম
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
কী বলছেন দলগুলোর নেতারা
সংলাপের নামে তামাশা
------ আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর