সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
কী বলছেন দলগুলোর নেতারা

সংলাপে না যাওয়ার সম্ভাবনাই বেশি

----- সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

নিজস্ব প্রতিবেদক

সংলাপে না যাওয়ার সম্ভাবনাই বেশি

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, আমরা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। তারা আমাদের সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, আমরা যদি সংলাপে অংশ নেওয়ার জন্য সম্মত হই, তাহলে তাদের চিঠি দিয়ে জানিয়ে কনফার্ম করতে। আমরা এ ব্যাপারে  এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামী তিন দিন পর আমরা আমাদের দলের নির্বাহী কমিটির সভা করব। সেই সভায় আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিব- আমরা ইসির এই সংলাপে যাব কি- যাব না। তবে না যাওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) ইবরাহিম বলেন, আমাদের দলীয় ফোরামে এ নিয়ে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংলাপে গেলে তো গেলামই। না গেলে কী করব- সেগুলো নিয়েও আলোচনা করব। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আন্দোলনে আছি। এ পর্যন্ত কোথাও আমাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি। গত শনিবার বাধা দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। নওগাঁয় সরকারি এক নারী কর্মচারীকে র‌্যাব তুলে নিয়ে হত্যা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চারদিকে হাহাকার চলছে। দেশের সার্বিক অবস্থা নিয়ে আমরা আজ গভীরভাবে উদ্বিগ্ন। এসব সমস্যা সমাধানের দাবিতে আমরা রাজপথে আন্দোলন করছি। যুগপৎ আন্দোলনেও অংশ নিচ্ছি। মানুষের ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাাবিতে লড়াই করছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমেই এই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।

সর্বশেষ খবর