সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দুই বাসের প্রতিযোগিতায় গেল প্রাণ, বিক্ষোভ আগুন

প্রতিদিন ডেস্ক

দুই বাসের প্রতিযোগিতায় গেল প্রাণ, বিক্ষোভ আগুন

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় -বাংলাদেশ প্রতিদিন

ঢাকার আশুলিয়ায় দুই বাসের মাঝে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। একই দিন দেশের আরও তিন জেলায় নিহত হয়েছেন তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

সাভার : আশুলিয়ায় দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেলচালক নিহত হওয়ার ঘটনায় বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গতকাল সকালে জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক মেহেদী হাসান (৩২) ডেমরা থানার টুলটুলিয়া এলাকার মাজেদ ওরফে বাহারুলের ছেলে। মেহেদী পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সকালে আলী নুর পরিবহনের দুই বাস টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। জিরাবো এলাকায় সাড়ে ৭টার দিকে বাস দুটির আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝখানে চাপা পড়ে নিহত হন মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বাস দুটিকে আটক করে যাত্রী নামিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, এক মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম খাদ্যগুদাম এলাকায় ট্রাকচাপায় আবদুল মান্নান (৩২) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার রতন কাওয়াক গ্রামে।

গোপালগঞ্জ : সদর উপজেলার মান্দারতলায় গতকাল সকালে বাসের চাপায় সুদীপ্ত বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত সুদীপ্ত বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সুব্রত বিশ্বাসের ছেলে।

নোয়াখালী : সুবর্ণচর উপজেলায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় রুবেল মিয়া (১৯) নামে এক যুবক নিহত এবং অপর যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর