মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

ব্যালট মানেই সুষ্ঠু ভোটের নিশ্চয়তা নয়

জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

ব্যালট মানেই সুষ্ঠু ভোটের নিশ্চয়তা নয়

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ব্যালটে নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পদক্ষেপ মাত্র। তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে ৩০০ আসনেই ব্যালটে নির্বাচন হবে। এটা আমাদের দাবি ছিল। গতকাল মোহাম্মদপুরে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জি এম কাদের বলেন, এতদিন যারা নির্বাচন করেছেন তারা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না তা সরকারের ওপর নির্ভর করে। কারা নির্বাচিত হবেন তাও সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়। এমন ধারণা সাধারণ মানুষের। সরকার নির্বাচনব্যবস্থা নিজের আয়ত্তে রেখেই নির্বাচন করছে। যে সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে সেই সরকার যদি নির্বাচন করে তাহলে তাকে কখনোই পরাজিত করা সম্ভব নয়। নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সরকার ক্ষমতায় থেকেও যেন নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি। জনগণের প্রত্যাশা, দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন দেখে পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে।

ঢাকা-১৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করেন জি এম কাদের। তিনি বলেন, আমরা প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছি। সিটি করপোরেশনে আমরা অংশ নেব। এতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা আমাদের ধারণা হয়, সাধারণ মানুষও জানতে পারে। একতরফা নির্বাচন হলে বোঝা যায় না নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না। আবার, সরকার বলতে পারে বিরোধীরা নির্বাচনে আসেনি। তাই প্রতিটি নির্বাচনেই আমরা জয়ের জন্য নির্বাচন করছি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর