শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আইরিশদের পাল্টা চ্যালেঞ্জে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

আইরিশদের পাল্টা চ্যালেঞ্জে টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে গতকাল দিনের শুরুতে বেশ আঁটোসাঁটো হয়ে বসেছিলেন বাংলাদেশের সমর্থকরা। জয়টা কখন ধরা দেয়, তারই অপেক্ষায় ছিলেন তারা। তবে দিন শেষে হতাশাই সঙ্গী হয়েছে। আগের দিন চার উইকেটে ২৭ রান করা আইরিশরা গতকাল সারা দিনে চার উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৫৯ রান (মোট ২৮৬ রান)। লিড নেওয়া দূরে থাক, আয়ারল্যান্ড ইনিংস ও কত রানের ব্যবধানে হারবে তাই ছিল আলোচনার বিষয়। আইরিশরা গতকালের ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশ করে সে আলোচনার ইতি টেনেছে। ১৩১ রানের লিড নিয়েছে তারা। চতুর্থ দিনে আরও দুটি উইকেট নিয়ে খেলতে নামবে আয়ারল্যান্ড। দলের খাতায় বেশ কিছু রান যোগ হলে টাইগারদের জন্য চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা সহজ হবে না। কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে সাকিব আল হাসানদের। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রান করে দারুণ জয়ের আশাই করেছিল টাইগাররা। মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে আয়ারল্যান্ড মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় ছিল। গতকাল আইরিশদের পক্ষে দিন শুরু করেন টেক্টর ও মুর। দলীয় ৫১ রানে মুর আউট হলেও টাকার ও টেক্টর ষষ্ঠ উইকেট জুটিতে দলের খাতায় যোগ করেন ৭২ রান। এরপর সপ্তম উইকেট জুটিতে টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন করেন ১১১ রান। অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন লর্কান টাকার। তিনি ২২৬ বলে ১৪টি চার ও ১টি ছক্কার মারে ১০৮ রান করে ইবাদতের বলে শরিফুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। টেস্টে আয়ারল্যান্ডের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি। দুটি সেঞ্চুরিই অভিষেকে। আগেরটি ছিল দেশের অভিষেক টেস্টে ডাবলিনে কেভিন ও’ব্রায়েনের। বিদেশের মাঠে অভিষেকে প্রথম সেঞ্চুরি এলো টাকারের ব্যাট থেকে। টাকার ও টেক্টর সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২ বছরের বেশি সময় আগে। ম্যাকব্রাইন সবশেষটি খেলেছেন সেই ২০১৯ সালে। আইরিশরা টেস্ট খেলছে প্রায় ৪ বছর পর। ২০১৯ সালের পর তাদের দেশে লাল বলের ক্রিকেট টুর্নামেন্ট হয়নি। তার পরও তারা অসাধারণ পারফরম্যান্সে মেলে ধরলেন নিজেদের।

প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে যোগ করেছেন আরও ৪ উইকেট। আজ একটা উইকেট পেলে ম্যাচে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট শিকার করতে পারেন তিনি।

সর্বশেষ খবর