সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের হ্যাঁ বিএনপির না

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রস্তুতি

জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বিএনপি দলগতভাবে ভোটে অংশ না নেওয়ার বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে ক্ষমতাসীন দল। ফলে নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণ করার মতো যোগ্য প্রার্থীর খোঁজ করছে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। অন্যদিকে দলের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে সিটি ভোটে যাবে না মাঠের বিরোধী দল বিএনপি। দলের নীতি-নির্ধারকরা বলছেন, বর্তমান সরকারের অধীনে কোনো ভোটেই তারা অংশ নেবেন না। তবে তৃণমূল নেতা-কর্মীরা বিনা চ্যালেঞ্জে এ নির্বাচন ছেড়ে দিতে নারাজ। ফলে তৃণমূলের অনেকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। সে লক্ষ্যে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনেরও।

সর্বশেষ খবর