মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিরোধী জোট গঠনে সক্রিয় মমতা

কলকাতা প্রতিনিধি

বিরোধী জোট গঠনে সক্রিয় মমতা

২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে আবারও বিজেপিবিরোধী জোট গঠনে সক্রিয় হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। এ লক্ষ্যে তিনি গতকাল রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্নে’ বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে। উল্লেখ্য, বিহারে ক্ষমতায় রয়েছে মহাজোট সরকার, সেই সরকারের অন্যতম শরিক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রধান নিতীশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) শীর্ষ নেতা হলেন তেজস্বী যাদব। জানা গেছে, বৈঠকে রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষে আলোচনা হয়। বৈঠক শেষে নবান্নে যৌথ সংবাদ সম্মেলনেও উপস্থিত হন তিন নেতা- নেত্রী। এ সময় মমতা বলেন, ‘আমি নিতীশ কুমারকে অনুরোধ করেছি যে, সব দলকে সঙ্গে নিয়ে বিহারেই আমাদের প্রথম ঘরোয়া বৈঠক হোক। ওই বৈঠক থেকেই পরবর্তী কর্মসূচি ঠিক হবে। কিন্তু প্রথমেই আমাদের বার্তা দেওয়া উচিত যে, আমরা সবাই একসঙ্গে আছি। আমি আগেও বলেছি, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমি চাই, বিজেপি শূন্য হয়ে যাক। কিছু না করেই, কেবল মিডিয়ার সমর্থন নিয়ে, মিথ্যা কথা বলে, গুন্ডামি করে তারা অনেক বড় হিরো হয়ে গেছে। এটা চলতে পারে না।’ মমতা পরিষ্কার করে জানিয়ে দেন, ‘আমরা সবাই একসঙ্গে মিলে এগিয়ে যাব। আমরা সবার সঙ্গে মিলে কাজ করতে চাই। এটাই আমাদের বার্তা।’

এরপর গতকালই লখনওয়ে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন নিতীশ কুমার ও তেজস্বী যাদব। প্রসঙ্গত, এই উদ্যোগের কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খারগের সঙ্গে দেখা করেন নিতীশ কুমার। সে সময় নীতিশ কুমার জানিয়েছিলেন, ‘আমরা একাধিক রাজনৈতিক দলকে একত্রিত করার চেষ্টা করব এবং সামনের দিকে এগিয়ে যাব।’

সর্বশেষ খবর