শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রাম বিএম ডিপোতে বিস্ফোরণে ৫১ জন নিহত

অভিযুক্তদের অব্যাহতি চূড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলাটি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে বুধবার চট্টগ্রাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে বিএম ডিপোর আট কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামের এসপি এস এম শফিউল্লাহ বলেন, পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছে, এটি একটি ‘মিসটেক অব ফ্যাক্ট’ বলা হয়েছে। ঘটনার জন্য আটজন কর্মকর্তা দায়ী নন। তাদের দায়িত্বেও কোনো অবহেলা ছিল না। এটা একটা দুর্ঘটনা। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোস্তাক আহমেদ চৌধুরী চূড়ান্ত প্রতিবেদনে লিখেছেন, অভিযুক্তরা ঘটনার জন্য দায়ী নন বা বিস্ফোরণটি কোনো নাশকতা নয়। এটি ছিল একটি দুর্ঘটনা।

গত বছরের ৪ জুন এই বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৫১ জন নিহত এবং ২৫০ জন আহত হন। বিস্ফোরণের তিন দিন পর ৭ জুন সীতাকুণ্ড থানায় ডিপোর আট কর্মকর্তার নাম উল্লেখ করে এ মামলাটি করেন সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিক।

 

সর্বশেষ খবর