রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বাকিংহাম প্যালেস সকাল থেকেই সজ্জিত অশ্বারোহী, সুসজ্জিত ব্রিটিশ সৈন্যদলের দখলে থাকবে। পৃথিবীর সবচেয়ে অভিজাত রাজপরিবারের রাজার রাজ্যাভিষেক দেখবে সারা পৃথিবী। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৬টার দিকে করোনেশন এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর থাকবে নানা আয়োজন। অভিজাত, জমকালো ও বিরল এ আয়োজন মনে রাখবে পৃথিবী। যেমনটি মনে রেখেছে আজ থেকে ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের আয়োজন। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন এ আয়োজনে অংশ নিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্র প্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন গতকাল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২৩০০ অতিথি যোগ দেবেন। গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাজা দায়িত্ব গ্রহণ করলেও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আয়োজন আজ। সে সঙ্গেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসার্ট হচ্ছেন ক্যামিলা। সকাল ১১ টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেইভ দ্য কিং। ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০ হাজার মানুষ এই কনসার্ট অংশ গ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এই অনুষ্ঠানে। এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭ টায়। আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন
- নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই : সালাহউদ্দিন
- রংপুরে ঋতু বৈচিত্র্যে খেয়ালি প্রকৃতি
- যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
- ভূজপুর থানার এসআই অপসারণে আল্টিমেটাম
- প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি লাগবে
- আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে মামুনকে খুন, মূল পরিকল্পনাকারী রনি
- রাজশাহীতে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপিত
- বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
- নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার : রিজভী
- জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কি সামরিক বিমানের সব আরোহী নিহত
- পুলিশের গাড়িতে আগুন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিএমপির
- গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
- নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে : প্রধান উপদেষ্টা
- স্ত্রীসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- চাঁদপুরে ৫টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
- গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
- এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করল যুক্তরাজ্য
- শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি
- সেবার মান নিয়ে ক্ষোভ গ্রাহকদের, অভিযোগের মুখে ‘পাঠাও’