রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বাকিংহাম প্যালেস সকাল থেকেই সজ্জিত অশ্বারোহী, সুসজ্জিত ব্রিটিশ সৈন্যদলের দখলে থাকবে। পৃথিবীর সবচেয়ে অভিজাত রাজপরিবারের রাজার রাজ্যাভিষেক দেখবে সারা পৃথিবী। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৬টার দিকে করোনেশন এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর থাকবে নানা আয়োজন। অভিজাত, জমকালো ও বিরল এ আয়োজন মনে রাখবে পৃথিবী। যেমনটি মনে রেখেছে আজ থেকে ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের আয়োজন। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন এ আয়োজনে অংশ নিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্র প্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন গতকাল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২৩০০ অতিথি যোগ দেবেন। গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাজা দায়িত্ব গ্রহণ করলেও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আয়োজন আজ। সে সঙ্গেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসার্ট হচ্ছেন ক্যামিলা। সকাল ১১ টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেইভ দ্য কিং। ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০ হাজার মানুষ এই কনসার্ট অংশ গ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এই অনুষ্ঠানে। এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭ টায়। আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার