রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বাকিংহাম প্যালেস সকাল থেকেই সজ্জিত অশ্বারোহী, সুসজ্জিত ব্রিটিশ সৈন্যদলের দখলে থাকবে। পৃথিবীর সবচেয়ে অভিজাত রাজপরিবারের রাজার রাজ্যাভিষেক দেখবে সারা পৃথিবী। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৬টার দিকে করোনেশন এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর থাকবে নানা আয়োজন। অভিজাত, জমকালো ও বিরল এ আয়োজন মনে রাখবে পৃথিবী। যেমনটি মনে রেখেছে আজ থেকে ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের আয়োজন। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন এ আয়োজনে অংশ নিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্র প্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন গতকাল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২৩০০ অতিথি যোগ দেবেন। গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাজা দায়িত্ব গ্রহণ করলেও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আয়োজন আজ। সে সঙ্গেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসার্ট হচ্ছেন ক্যামিলা। সকাল ১১ টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেইভ দ্য কিং। ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০ হাজার মানুষ এই কনসার্ট অংশ গ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এই অনুষ্ঠানে। এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭ টায়। আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
আজ চার্লসের রাজ্যাভিষেক
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর