রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বাকিংহাম প্যালেস সকাল থেকেই সজ্জিত অশ্বারোহী, সুসজ্জিত ব্রিটিশ সৈন্যদলের দখলে থাকবে। পৃথিবীর সবচেয়ে অভিজাত রাজপরিবারের রাজার রাজ্যাভিষেক দেখবে সারা পৃথিবী। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৬টার দিকে করোনেশন এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর থাকবে নানা আয়োজন। অভিজাত, জমকালো ও বিরল এ আয়োজন মনে রাখবে পৃথিবী। যেমনটি মনে রেখেছে আজ থেকে ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের আয়োজন। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন এ আয়োজনে অংশ নিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্র প্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন গতকাল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২৩০০ অতিথি যোগ দেবেন। গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাজা দায়িত্ব গ্রহণ করলেও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আয়োজন আজ। সে সঙ্গেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসার্ট হচ্ছেন ক্যামিলা। সকাল ১১ টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেইভ দ্য কিং। ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০ হাজার মানুষ এই কনসার্ট অংশ গ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এই অনুষ্ঠানে। এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭ টায়। আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
আজ চার্লসের রাজ্যাভিষেক
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর