রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বাকিংহাম প্যালেস সকাল থেকেই সজ্জিত অশ্বারোহী, সুসজ্জিত ব্রিটিশ সৈন্যদলের দখলে থাকবে। পৃথিবীর সবচেয়ে অভিজাত রাজপরিবারের রাজার রাজ্যাভিষেক দেখবে সারা পৃথিবী। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৬টার দিকে করোনেশন এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর থাকবে নানা আয়োজন। অভিজাত, জমকালো ও বিরল এ আয়োজন মনে রাখবে পৃথিবী। যেমনটি মনে রেখেছে আজ থেকে ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের আয়োজন। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন এ আয়োজনে অংশ নিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্র প্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন গতকাল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২৩০০ অতিথি যোগ দেবেন। গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাজা দায়িত্ব গ্রহণ করলেও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আয়োজন আজ। সে সঙ্গেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসার্ট হচ্ছেন ক্যামিলা। সকাল ১১ টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেইভ দ্য কিং। ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০ হাজার মানুষ এই কনসার্ট অংশ গ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এই অনুষ্ঠানে। এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭ টায়। আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- রাজধানীতে আওয়ামী লীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল
- বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোন সহায়তার ঘোষণা ডেনমার্কের
- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে মতবিনিময় সভা
- হ্যান্ডসেটের শুল্ক কমানো, বাজারে থাকা ফোন বৈধ করতে চায় বিটিআরসি
- দলে জায়গা হারালেন হাসান নওয়াজ
- কেরানীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত
- ইরানে দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু
- মাঠ পর্যায়ে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে
- লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়, হোঁচট রিয়ালের
- জাহানারার অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি চাইলেন তামিম
- নবজাতকদের এনআইসিইউতে প্রাণঘাতী ‘ফাঙ্গাল সুপারবাগ’র বিস্তারে উদ্বেগ
- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা
- গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট
- মার্কিন সরকারে শাটডাউন, একদিনে বাতিল ৩ হাজার ৩০০ ফ্লাইট
- সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- আট বছর পর ক্রিকেটে ফিরেই ৯ উইকেট
- মার্কিন নাগরিকদের ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
আজ চার্লসের রাজ্যাভিষেক
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর