শেষ ৬ বলের সমীকরণ ১০ রান। চেমসফোর্ডে তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এমন টার্গেট টপকে উৎসব, উচ্ছ্বাসে মেতে ওঠা কঠিন কোনো কাজ ছিল না আয়ারল্যান্ডের। কিন্তু সেই কাজটি করতে পারেননি আইরিশ ব্যাটাররা। আসলে করতে দেননি ২৩ বছর বয়স্ক তরুণ টাইগার পেসার হাসান মাহমুদ। গতির পরিবর্তন ও ইয়র্কারে দুর্দান্ত বোলিং করে এক ওভারে মাত্র ৪ রান দেন। তুলে নেন ২ উইকেট। হাসানের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ। টানা দুই জয়ে ৩ ম্যাচ সিরিজ তামিম বাহিনী জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয়টি ৩১৯ রান তাড়া করে অবিশ্বাস্য জয় পায় টাইগাররা। এ বছর এ নিয়ে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। বছরের প্রথম সিরিজে ইংল্যান্ড ২-১, ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ২-০ এবং অ্যাওয়ে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায়। সব মিলিয়ে আইরিশদের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ। ২০০৮, ২০২৩ ও ২০২৩ সালে সিরিজ তিনটি জিতেছে টাইগাররা। অসাধারণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচ পর খেলতে নেমে বিধ্বংসী মেজাজে বোলিং করা মুস্তাফিজের স্পেল ছিল ১০-১-৪৪-৪। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল নাজমুল হোসেন শান্তর ৩ ওভারের স্পেল। পুরো সিরিজে দারুণ খেলা শান্ত হয়েছেন সিরিজ সেরা। ৯ মাস পর হাফসেঞ্চুরি করেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চলতি বছর এখন পর্যন্ত ৩টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ৯ ম্যাচে জিতেছে ৬টি এবং হেরেছে মাত্র একটি। বাকি ২ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বৃষ্টিতে ভেসে যায় সিরিজের প্রথম ওয়ানডে। যদিও ম্যাচটিতে ব্যাটিং করেছিল তামিম বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভারে ৩১৯ রান টপকে অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। ৯৩ বলে ১১৭ রানের গল্প লেখা ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৫৮ বলে ৬৮ রানের ইনিংস দারুণ ব্যাটিং করেছিলেন তৌহিদ হৃদয়ও। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুজনে বড় স্কোর করতে পারেনি। কিন্তু সাফল্য পেয়েছেন তামিম, মুশফিক, লিটন ও নাজমুল শান্ত। আঙুলের ব্যথায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিব আল হাসানকে। তার ব্যাটিং ও বোলিং অভাব পূরণ করতে গতকাল অভিষেক হয় রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিয়মিত ওপেনার লিটন দাস ব্যাটিং করেন ৪ নম্বর পজিশনে। ৩৫ রান করেন ৩৯ বলে। দারুণ ছন্দে থাকা মুশফিক ৪৫ রান করেন ৫৪ বলে ৩ চার ও ১ ছক্কায়। গত বছরের ৭ আগস্ট জিম্বাবুুয়ের হারারেতে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলা তামিম গতকাল ৬৯ রান করেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৬ চার। সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন ৮ ম্যাচ আগে। গত বছরের ৭ আগস্ট হারারেতে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তামিমের ২৪০ ওয়ানডে ক্যারিয়ারের ৫৬ নম্বর হাফসেঞ্চুরির ম্যাচটিতে টাইগাররা শেষ ৫ উইকেট হারায় মাত্র ২০ বলে ১৩ রানের ব্যবধানে। তামিমের হাফসেঞ্চুরি ও শেষ সময়ে ব্যাটিং ধসে ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৭৫ রানের টার্গেটে ৯ উইকেটে ২৬৯ রান করে আয়ারল্যান্ড।
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ টাইগারদের
বাংলাদেশ-আয়ারল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম