মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কার

গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৯ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য। এদিকে, আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলম আবারও দলীয় শৃঙ্খলা ভেঙেছেন। আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে গিয়ে নিজের মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে অবশেষে তাকে স্থায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ।

 

সর্বশেষ খবর