শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

কূটনৈতিক ব্যর্থতায় দেশ বাজার হারাবে

নিজস্ব প্রতিবেদক

কূটনৈতিক ব্যর্থতায় দেশ বাজার হারাবে

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকারের মনোভাবের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ থেকে পণ্য না কেনে তাহলে দেশের গার্মেন্ট সেক্টরসহ অন্যান্য খাত চরম বিপর্যয়ের মুখে পড়বে। উপরন্তু ইউরোপসহ পশ্চিমা বিশ্বে বাজার হারানোর বিরাট ঝুঁকির সৃষ্টি হবে। গতকাল জেএসডি স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব ও সিরাজ মিয়া।

রব আরও বলেন, দেশের অভ্যন্তরীণ ও ভূ-রাজনীতিতে সরকার দিশাহারা হয়ে পড়েছে। সরকারের বক্তৃতা-বিবৃতি-প্রতিক্রিয়া কোনোটাই দক্ষ কূটনীতিসুলভ নয়। র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রশ্নে সরকারের অপরিণামদর্শী প্রতিক্রিয়ায় রাষ্ট্র আরও বেশি ঝুঁকিতে পড়বে। নিষেধাজ্ঞা প্রদানের মূল কারণের প্রতিবিধান না করে যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু না কেনার সরকারের হুমকি কোনোক্রমেই বাস্তবসম্মত নয়।

সর্বশেষ খবর