বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক মাস লাগবে। গতকাল রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ভোলায় আবিষ্কৃত দেশের নতুন গ্যাসক্ষেত্র ‘ইলিশা’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। সম্প্রতি জ্বালানি সংকট ও তাপদাহের কারণে দেশজুড়ে তীব্র লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, শিগগিরই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। এবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীও সেই ইঙ্গিত দিলেন।