দেশে পিঁয়াজের সংকট নেই, ব্যবসায়ী সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল পাবনার সুজানগর উপজেলায় বাজার ও কৃষকের ঘরে পিঁয়াজ মজুদের প্রকৃত অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পিঁয়াজের দাম বাড়াচ্ছে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রশ্ন কেন এই আশ্বিন-কার্তিক মাস এলেই পিঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়। মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পিঁয়াজের সংরক্ষণের সময় কীভাবে বাড়ানো যায়। আমরা আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। যদি সফল হই, তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পিঁয়াজ রপ্তানি করতে পারব। তিনি বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেছেন এখনো পিঁয়াজ ভালো মজুদ আছে। আশা করছি দাম নিয়ন্ত্রণে চলে আসবে। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার সাম্প্রতিক আলোচনার বিষয়ে ড. আবদুর রাজ্জাক বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল, চক্ষু রাঙালো তা দেখে সিদ্ধান্ত হবে না। ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গতকাল সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে এয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পিঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না এমন প্রত্যাশার কথা জানান ড. আবদুর রাজ্জাক। এর আগে কৃষিমন্ত্রী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা আশার কারিগরি সহায়তায় স্থাপিত এয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পিঁয়াজ সংরক্ষণাগার এবং সনাতন পদ্ধতির পিঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সঙ্গে ডেপুটি স্পিকার শামসুল হক, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক