শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা
ফলাফল নিয়ে যত প্রতিক্রিয়া

বিরোধ নয়, সবাইকে নিয়ে কাজ করতে চাই : জাহাঙ্গীর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিরোধ নয়, সবাইকে নিয়ে কাজ করতে চাই : জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমরা কারও সঙ্গে বিরোধ চাই না। সবাইকে নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, নির্বাচনে নৌকার জয় ও ব্যক্তির পরাজয় হয়েছে। আমি ও আমার মা জায়েদা খাতুন একজন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করেছি, একটি সত্যকে বাস্তবায়ন করতে লড়াই করেছি। সেই লড়াইয়ে গাজীপুরের লাখ লাখ মানুষ আমার মাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা গাজীপুরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমি ও আমার মা গাজীপুরবাসীর উন্নয়নের জন্য লড়াই করব। গতকাল দুপুরে শহরের ছয়দানা (হারিকেন) এলাকার নিজ বাসভবনে উৎসুক জনতা ও কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সকাল থেকেই মহানগরের বিভিন্ন এলাকা থেকে জায়েদা খাতুনের বাসভবনে কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের তোড়া, মালা হাতে নিয়ে মিছিল সহকারে অভিনন্দন জানাতে আসেন।

জাহাঙ্গীরের বাড়িতে আনন্দ মিছিল : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ফল ঘোষণার পর জাহাঙ্গীর আলমের সমর্থক-কর্মীরা আনন্দ মিছিল বের করে তার বাড়িতে জড়ো হন। এ সময় হাজার হাজার মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এক পর্যায়ে ঘড়ি মার্কার সমর্থক-কর্মীদের আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে জাহাঙ্গীর আলমের বাড়ির আঙিনা। এ ছাড়া বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। অন্যদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের পরাজয়ের খবরে নেতা-কর্মীশূন্য হয়ে পড়ে তার বাসভবন। সরকারদলীয় নেতা-কর্মীদের মাঝে হতাশার ছাপ ভেসে ওঠে। পর পর দুবার গাজীপুর সিটির মেয়র নির্বাচনে হেরে যাওয়ার পর দলীয় নেতা-কর্মীরা কোনভাবে দেখবেন এটাই ভাবনার বিষয়। অনেক নেতা-কর্মী বলছেন, আজমতের রাজনীতি শেষ। আবার কেউ বলছেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর