রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

এরদোগানের ভাগ্য নির্ধারণ আজ

প্রতিদিন ডেস্ক

এরদোগানের ভাগ্য নির্ধারণ আজ

তুরস্কে আজ প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগান প্রথম দফায় জয় পেলেও এবার তাকে দ্বিতীয় দফায় লড়তে হচ্ছে। আজকের নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারগলু। তিনি প্রথম দফায় ভোট পান ৪৫ শতাংশ, সেখানে এরদোগান পান ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। বিজয়ী হওয়ার জন্য ভোট প্রয়োজন ৫০ শতাংশের ওপরে। ফলে আজকের নির্বাচনে এরদোগান এবং কেমাল কিলিচদারগলুর ভাগ্য নির্ধারিত হবে। সূত্র : আল জাজিরা, রয়টার্স। 

সর্বশেষ খবর