সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএনপির সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বৈঠক করেছেন। বৈঠকে দেশের নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক পরিস্থিতিও স্থান পেয়েছে।   রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের     কার্যালয়ে গতকাল সকাল ১০টায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে দেশের নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, জাপানের নতুন রাষ্ট্রদূত ঢাকায় এসেছেন। ফলে তিনি বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো ইতোমধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে। সুতরাং জাপান তো আলাদা কোনো দেশ নয়। সবাই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। জাপানের রাষ্ট্রদূত দেশের নির্বাচনী পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে বিএনপির পক্ষ থেকে সেসব বিষয় তুলে ধরা হয়।

সর্বশেষ খবর