মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রদূতরা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদূতরা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা

বিদেশি রাষ্ট্রদূতরা দায়িত্বের বাইরে গিয়ে কিছু করলে বা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, রবিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর এক দিন আগে সোমবার জাপানি রাষ্ট্রদূত দেশের আগামী জাতীয় নির্বাচনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে জানতে চান। রাষ্ট্রদূতদের এখতিয়ার আছে কি না এ ধরনের কর্মকাণ্ডের?

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার বিস্তারিত জানা নেই। আজ থেকে ছয় মাস আগে একটি পরিস্থিতি গিয়েছে। কেউ কেউ তখন দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছেন। যদি কোনো রাষ্ট্রদূত আবারও সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হন, যেটা আমরা মনে করব সীমালঙ্ঘন করেছেন। এটা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

সর্বশেষ খবর