বরিশাল সিটি নির্বাচনে কোনো প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না, দাবি করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। সরকারি ব্রজমোহন কলেজে গতকাল প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
আহসান হাবিব খান আরও বলেন, সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে বদ্ধপরিকর। গাজীপুরে ওয়ার্ডভিত্তিক ফল ঘোষণার কারণে সময় লেগেছে। বরিশালেও ওয়ার্ডভিত্তিক ফল ঘোষণা হবে। একাধিক ওয়ার্ডের ফল একসঙ্গে ঘোষণা হলে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, মন্তব্য করেন তিনি। বিসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মো. আমীন উল আহসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।