ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গতকাল কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ সফর করছেন। তিনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকাকে সন্তুষ্ট করছেন। কিন্তু গরিব ঘরের ভাইবোনেরা ১০০ দিনের কাজ করে টাকা পাচ্ছে না। এই হচ্ছে বিজেপি সরকার, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার।’ সূত্র : এনডিটিভি, আনন্দবাজার।
কোচবিহার-১ ব্লকের চান্দামারি এলাকার প্রাণনাথ হাইস্কুলের মাঠে আয়োজিত মমতার এটি প্রথম নির্বাচনী সভা। খবরে বলা হয়, এই সমাবেশ থেকে তিনি নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, এই ভোটে রাজ্যের বিজেপি বান্ধব বাম ও কংগ্রেসের মহাঘোঁট ভেঙে দেওয়া হবে। মমতা জনতার উদ্দেশে বলেন, ‘অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়। বিজেপি দেশ বিক্রি করে দিতে চাইছে। ১০০ দিনের কাজে ৭ হাজার কোটি পাওনা টাকা দেয়নি কেন্দ্র। বাংলার বাড়তি টাকা বন্ধ করে দিয়েছে। বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার থেকে টাকা তুলে নিয়ে গিয়ে প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র। গ্রামের রাস্তা তৈরির টাকা পাঠানোও বন্ধ করে দিয়েছে। আর কোটি টাকা খরচ করে বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী। আমেরিকা-রাশিয়াতে গিয়ে সরকারি টাকা নষ্ট করছেন অথচ ১০০ দিনের টাকা দিচ্ছেন না। পঞ্চায়েতে জিতে আমরা সেই টাকা আদায় করে ছাড়ব। আগামী লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব। বিজেপি-সিপিএম-কংগ্রেসের মহাঘোঁট আমি ভেঙে দেব, মহাজোট হবে। বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে। আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। দিল্লিতেই মহাজোট হবে।’