জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের কারাদণ্ডের রায় ঘোষণার পর উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। গতকাল বিকাল ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষণার পর বিএনপিপন্থি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এর আগে দুপুর থেকেই আদালতের সামনে রায়কে কেন্দ্র করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ করতে থাকেন। পরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হালকা ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালতের মূল ফটকের সামনে পুলিশ অবস্থান নেয়। রায় ঘোষণার পর বিএনপিপন্থি আইনজীবীদের ভুয়া-ভুয়া, রায় মানি না, মানব না বলে স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের বিএনপির বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অনাকাক্সিক্ষত পরিস্থিতির আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।