আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ঠিক একইভাবে হারিয়েছিল ভারত। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রান করে অলআউট হয়। জবাবে মাত্র ৬.১ ওভার খেলেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। সে ম্যাচটারই যেন পুনরাবৃত্তি হলো। পার্থক্য কেবল, এবার ভারত আগে ব্যাটিং করেছে। গতকাল ভারতের ইনিংসে রোহিত শর্মা মাত্র ৪ রানে আউট হলে শ্রীলঙ্কা বেশ উৎসব করেছিল। কিন্তু তখনো ভারতের বেশ লম্বা ব্যাটিং লাইন ছিল। শুভমন গিল ৯২ বলে ৯২ রান করেন ১১টি চার ও ২টি ছক্কার মারে। বিরাট কোহলি ৯৪ বলে ৮৮ রান করেন ১১টি চারের মারে। মাত্র ৫৬ বলে ৮২ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩৫, রাহুল ২১ ও সূর্যকুমার ১২ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ৫টি এবং দুশমন্ত ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৩ রানেই ৪ উইকেট হারায় দলটি। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে ম্যাথুস (১২ রান), মাহিশ থিকশানা (১২ রান) ও কসুন রাজিথা (১৪) মিলে অন্তত এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দলকে। এ তিনজন ছাড়া বাকিদের রান ০, ০, ১, ০, ১, ০, ০, ৫। মোহাম্মদ সামি ৫ উইকেট শিকার করেন মাত্র ১৮ রান দিয়ে। সিরাজ নেন ৩ উইকেট। মাত্র ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩০২ রানের জয়ে সেমিতে পৌঁছে গেল ভারত। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে অবস্থান করছেন রোহিতরা। শ্রীলঙ্কা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ভারত সেমিফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর