আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ঠিক একইভাবে হারিয়েছিল ভারত। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রান করে অলআউট হয়। জবাবে মাত্র ৬.১ ওভার খেলেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। সে ম্যাচটারই যেন পুনরাবৃত্তি হলো। পার্থক্য কেবল, এবার ভারত আগে ব্যাটিং করেছে। গতকাল ভারতের ইনিংসে রোহিত শর্মা মাত্র ৪ রানে আউট হলে শ্রীলঙ্কা বেশ উৎসব করেছিল। কিন্তু তখনো ভারতের বেশ লম্বা ব্যাটিং লাইন ছিল। শুভমন গিল ৯২ বলে ৯২ রান করেন ১১টি চার ও ২টি ছক্কার মারে। বিরাট কোহলি ৯৪ বলে ৮৮ রান করেন ১১টি চারের মারে। মাত্র ৫৬ বলে ৮২ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩৫, রাহুল ২১ ও সূর্যকুমার ১২ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ৫টি এবং দুশমন্ত ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৩ রানেই ৪ উইকেট হারায় দলটি। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে ম্যাথুস (১২ রান), মাহিশ থিকশানা (১২ রান) ও কসুন রাজিথা (১৪) মিলে অন্তত এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দলকে। এ তিনজন ছাড়া বাকিদের রান ০, ০, ১, ০, ১, ০, ০, ৫। মোহাম্মদ সামি ৫ উইকেট শিকার করেন মাত্র ১৮ রান দিয়ে। সিরাজ নেন ৩ উইকেট। মাত্র ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩০২ রানের জয়ে সেমিতে পৌঁছে গেল ভারত। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে অবস্থান করছেন রোহিতরা। শ্রীলঙ্কা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ