আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ঠিক একইভাবে হারিয়েছিল ভারত। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রান করে অলআউট হয়। জবাবে মাত্র ৬.১ ওভার খেলেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। সে ম্যাচটারই যেন পুনরাবৃত্তি হলো। পার্থক্য কেবল, এবার ভারত আগে ব্যাটিং করেছে। গতকাল ভারতের ইনিংসে রোহিত শর্মা মাত্র ৪ রানে আউট হলে শ্রীলঙ্কা বেশ উৎসব করেছিল। কিন্তু তখনো ভারতের বেশ লম্বা ব্যাটিং লাইন ছিল। শুভমন গিল ৯২ বলে ৯২ রান করেন ১১টি চার ও ২টি ছক্কার মারে। বিরাট কোহলি ৯৪ বলে ৮৮ রান করেন ১১টি চারের মারে। মাত্র ৫৬ বলে ৮২ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩৫, রাহুল ২১ ও সূর্যকুমার ১২ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ৫টি এবং দুশমন্ত ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৩ রানেই ৪ উইকেট হারায় দলটি। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে ম্যাথুস (১২ রান), মাহিশ থিকশানা (১২ রান) ও কসুন রাজিথা (১৪) মিলে অন্তত এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দলকে। এ তিনজন ছাড়া বাকিদের রান ০, ০, ১, ০, ১, ০, ০, ৫। মোহাম্মদ সামি ৫ উইকেট শিকার করেন মাত্র ১৮ রান দিয়ে। সিরাজ নেন ৩ উইকেট। মাত্র ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩০২ রানের জয়ে সেমিতে পৌঁছে গেল ভারত। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে অবস্থান করছেন রোহিতরা। শ্রীলঙ্কা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
শিরোনাম
- গাজায় ত্রাণ প্রবেশে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নেতানিয়াহুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
- শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার
- গাইবান্ধা পৌর বিএনপিতে পুনরায় কাউন্সিলের দাবি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮১৪
- খার্তুম বিমানবন্দর চালুর আগেই ড্রোন হামলা
- তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন
- নওয়াব ফয়জুন্নেছা কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু
- ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত
- ভালুকায় ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বগুড়ায় মালটা চাষে যুবক মাসুদের বাজিমাত
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
- দুই শিশুকে হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন
- সাইবার আইনের মামলায় বগুড়ার সাবেক সমন্বয়ক গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৪৬ মামলা
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি