আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ঠিক একইভাবে হারিয়েছিল ভারত। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রান করে অলআউট হয়। জবাবে মাত্র ৬.১ ওভার খেলেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। সে ম্যাচটারই যেন পুনরাবৃত্তি হলো। পার্থক্য কেবল, এবার ভারত আগে ব্যাটিং করেছে। গতকাল ভারতের ইনিংসে রোহিত শর্মা মাত্র ৪ রানে আউট হলে শ্রীলঙ্কা বেশ উৎসব করেছিল। কিন্তু তখনো ভারতের বেশ লম্বা ব্যাটিং লাইন ছিল। শুভমন গিল ৯২ বলে ৯২ রান করেন ১১টি চার ও ২টি ছক্কার মারে। বিরাট কোহলি ৯৪ বলে ৮৮ রান করেন ১১টি চারের মারে। মাত্র ৫৬ বলে ৮২ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩৫, রাহুল ২১ ও সূর্যকুমার ১২ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ৫টি এবং দুশমন্ত ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৩ রানেই ৪ উইকেট হারায় দলটি। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে ম্যাথুস (১২ রান), মাহিশ থিকশানা (১২ রান) ও কসুন রাজিথা (১৪) মিলে অন্তত এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দলকে। এ তিনজন ছাড়া বাকিদের রান ০, ০, ১, ০, ১, ০, ০, ৫। মোহাম্মদ সামি ৫ উইকেট শিকার করেন মাত্র ১৮ রান দিয়ে। সিরাজ নেন ৩ উইকেট। মাত্র ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩০২ রানের জয়ে সেমিতে পৌঁছে গেল ভারত। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে অবস্থান করছেন রোহিতরা। শ্রীলঙ্কা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
ভারত সেমিফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর