আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ঠিক একইভাবে হারিয়েছিল ভারত। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রান করে অলআউট হয়। জবাবে মাত্র ৬.১ ওভার খেলেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। সে ম্যাচটারই যেন পুনরাবৃত্তি হলো। পার্থক্য কেবল, এবার ভারত আগে ব্যাটিং করেছে। গতকাল ভারতের ইনিংসে রোহিত শর্মা মাত্র ৪ রানে আউট হলে শ্রীলঙ্কা বেশ উৎসব করেছিল। কিন্তু তখনো ভারতের বেশ লম্বা ব্যাটিং লাইন ছিল। শুভমন গিল ৯২ বলে ৯২ রান করেন ১১টি চার ও ২টি ছক্কার মারে। বিরাট কোহলি ৯৪ বলে ৮৮ রান করেন ১১টি চারের মারে। মাত্র ৫৬ বলে ৮২ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩৫, রাহুল ২১ ও সূর্যকুমার ১২ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ৫টি এবং দুশমন্ত ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৩ রানেই ৪ উইকেট হারায় দলটি। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে ম্যাথুস (১২ রান), মাহিশ থিকশানা (১২ রান) ও কসুন রাজিথা (১৪) মিলে অন্তত এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন দলকে। এ তিনজন ছাড়া বাকিদের রান ০, ০, ১, ০, ১, ০, ০, ৫। মোহাম্মদ সামি ৫ উইকেট শিকার করেন মাত্র ১৮ রান দিয়ে। সিরাজ নেন ৩ উইকেট। মাত্র ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩০২ রানের জয়ে সেমিতে পৌঁছে গেল ভারত। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শীর্ষে অবস্থান করছেন রোহিতরা। শ্রীলঙ্কা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০