ইতিহাস গড়া সেঞ্চুরি। দ্যুতি ছড়ানো সেঞ্চুরি। অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্ত; বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচ সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক। সিরিজে দলনায়ক হওয়ার কোনো সুযোগ ছিল না। বাঁ হাতের আঙুলে ফ্রাকচার হওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে খেলেননি সাকিব। খেলছেন না নিউজিল্যান্ড সিরিজে। তার সহকারী লিটন দাস এক মাসের ছুটিতে। বিসিবি সিরিজের জন্য দায়িত্ব তুলে দেন নাজমুল শান্তের কাঁধে। দায়িত্ব পেয়েই দারুণ ব্যাটিং করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ডবুকে নাম লিখেছেন। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩২তম অধিনায়ক হিসেবে নাজমুল অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করেন। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করেন। তিনি অপরাজিত রয়েছেন ১০৪ রানে। তার ইতিহাসগড়া সেঞ্চুরিতে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ২১২ রান তুলে। সিলেট টেস্টের আজ চতুর্থ দিন ২০৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবেন টাইগার দুই অপরাজিত ব্যাটার নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিক অপরাজিত রয়েছেন ৪৩ রানে। শান্তের ইতিহাস গড়া টেস্টে নতুন করে স্বপ্ন দেখছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩১০ রান। সফরকারী নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছিল ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে। গতকাল প্রথম ঘণ্টা পার করে অলআউট হয় ৩১৭ রানে। মুমিনুল নেন শেষ দুটি উইকেট। সব মিলিয়ে তাইজুল ৪ ও মুমিনুল ৩ উইকেট নেন। ৭ রানে পিছিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনার মাহামুদুল হাসান জয় ও জাকির হোসেন ২৬ রানে ফেরত যান সাজঘরে। এরপর ৯০ রানের জুটি গড়েন নাজমুল ও মুমিনুল হক। মুমিনুল দুর্ভাগ্যজনকভাবে ৪০ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ১১৬ রানে ৩ উইকেটের পতনের পর আর কোনো উইকেট হারায়নি নাজমুল বাহিনী। নাজমুল ও মুশফিক ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করেন। নাজমুল ১৯৩ বলে ১০ চারে অপরাজিত রয়েছেন ১০৪ রানে। ২৪ টেস্ট ক্যারিয়ারের এটা পঞ্চম সেঞ্চুরি। অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি। আফগানিস্তানের বিরুদ্ধে জুনে মিরপুরে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল। প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেন।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার