ইতিহাস গড়া সেঞ্চুরি। দ্যুতি ছড়ানো সেঞ্চুরি। অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্ত; বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচ সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক। সিরিজে দলনায়ক হওয়ার কোনো সুযোগ ছিল না। বাঁ হাতের আঙুলে ফ্রাকচার হওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে খেলেননি সাকিব। খেলছেন না নিউজিল্যান্ড সিরিজে। তার সহকারী লিটন দাস এক মাসের ছুটিতে। বিসিবি সিরিজের জন্য দায়িত্ব তুলে দেন নাজমুল শান্তের কাঁধে। দায়িত্ব পেয়েই দারুণ ব্যাটিং করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ডবুকে নাম লিখেছেন। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩২তম অধিনায়ক হিসেবে নাজমুল অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করেন। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করেন। তিনি অপরাজিত রয়েছেন ১০৪ রানে। তার ইতিহাসগড়া সেঞ্চুরিতে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ২১২ রান তুলে। সিলেট টেস্টের আজ চতুর্থ দিন ২০৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবেন টাইগার দুই অপরাজিত ব্যাটার নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিক অপরাজিত রয়েছেন ৪৩ রানে। শান্তের ইতিহাস গড়া টেস্টে নতুন করে স্বপ্ন দেখছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩১০ রান। সফরকারী নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছিল ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে। গতকাল প্রথম ঘণ্টা পার করে অলআউট হয় ৩১৭ রানে। মুমিনুল নেন শেষ দুটি উইকেট। সব মিলিয়ে তাইজুল ৪ ও মুমিনুল ৩ উইকেট নেন। ৭ রানে পিছিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। দুই ওপেনার মাহামুদুল হাসান জয় ও জাকির হোসেন ২৬ রানে ফেরত যান সাজঘরে। এরপর ৯০ রানের জুটি গড়েন নাজমুল ও মুমিনুল হক। মুমিনুল দুর্ভাগ্যজনকভাবে ৪০ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ১১৬ রানে ৩ উইকেটের পতনের পর আর কোনো উইকেট হারায়নি নাজমুল বাহিনী। নাজমুল ও মুশফিক ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করেন। নাজমুল ১৯৩ বলে ১০ চারে অপরাজিত রয়েছেন ১০৪ রানে। ২৪ টেস্ট ক্যারিয়ারের এটা পঞ্চম সেঞ্চুরি। অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি। আফগানিস্তানের বিরুদ্ধে জুনে মিরপুরে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল। প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেন।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে
অধিনায়ক নাজমুলের অভিষেকেই সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর