মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির বলেছেন, মার্কিন শ্রমনীতির যে বিষয়টি সামনে এসেছে, তা রাজনৈতিক নয়। এটার সঙ্গে আমাদের নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। একটা স্বাধীন জাতি হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে আমরা যে অঙ্গীকারগুলো করেছি, সেগুলোই তারা মনে করিয়ে দিচ্ছে। যদি আমরা অঙ্গীকারগুলো প্রতিপালন করতে পারতাম, তাহলে এটা নিয়ে কারও কথা বলার সুযোগ থাকত না। নৈতিক দায়িত্ব থেকেই অঙ্গীকারগুলো সুচারুরূপে বাস্তবায়নে আমাদের তৎপর হওয়া দরকার। তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। অর্থনীতি ভালো হচ্ছে। বৈশ্বিক যোগাযোগ বাড়ছে। উন্নয়নের সঙ্গে অধিকারের বিষয়টি অঙ্গাঙ্গি জড়িত। এটাও সমানতালে চলতে হবে। আমরা মানবাধিকারসংক্রান্ত অনেক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। সেখানে ভোটাধিকার, বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকারের কথা যেমন বলা আছে, তেমন সম অধিকার, নারী অধিকার, কৃষক অধিকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার এমন আরও অনেক অধিকারের কথা বলা আছে। উন্নয়নে আমরা ভালো নম্বর পাচ্ছি। কিন্তু অধিকারসংক্রান্ত অন্যান্য বিষয় যেমন রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার এ জায়গাগুলোয় আমাদের কাজ করার সুযোগ আছে। উন্নয়নের সঙ্গে অধিকার রক্ষায় সমান্তরালে চলতে না পারলে প্রশ্নের মুখে পড়তেই হবে। আমরা সেই প্রশ্নের মুখে পড়ছি। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীরা বিভিন্নভাবে বিষয়গুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে। সাবেক এই কূটনীতিক বলেন, সাম্প্রতিককালে আমরা নির্বাচন ও শ্রম অধিকার নিয়ে বেশ চাপের মধ্যে আছি। কারণ নির্বাচন মানুষের মৌলিক অধিকারের সূতিকাগারের মতো। এর মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিফলিত হয়, যার ভিত্তিতে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এ অবস্থা থেকেই উৎসারিত হয় মানুষের কথা বলার অধিকার, সভা-সমাবেশের অধিকার ও অন্যান্য অধিকার। সম অধিকারটাও সমগুরুত্বের দাবিদার। শুধু অন্যরা বললে অধিকার বাস্তবায়ন করতে হবে এমনটা নয়, এ অধিকার আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়ক শক্তি। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার নিশ্চিত করলে রাষ্ট্র শক্তিশালী হয়। সবাই সমানভাবে অধিকার ভোগ করতে পারে। রাষ্ট্রের উন্নয়নে সমানভাবে অবদান রাখতে পারে। সবার অংশীদারিতে আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে এ অধিকারগুলোর প্রতি মনোযোগী হতেই হবে। শ্রমিকের মজুরি, সুযোগসুবিধা বাড়ালে সাময়িক কিছুটা কষ্ট হবে। কিন্তু এতে দীর্ঘমেয়াদে লাভ হবে। বিনিয়োগ বাড়লে শ্রমিকের দক্ষতা বাড়বে। তখন উৎপাদন বাড়বে। আরও বেশি প্রতিযোগিতামূলক বাজারে আমরা প্রতিনিধিত্ব করতে পারব। দেশের সম্মানও বাড়বে। মনে রাখা দরকার, উন্নয়নশীল দেশের কাতারে যেতে চাইলে আমাদের ভিতরে-বাইরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বৈশ্বিক সহযোগীদের সন্তুষ্ট রেখে সমন্বিতভাবে কাজ করতে পারলেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা সহজ হবে। আমরা বিশ্বসমাজের একটা অংশ। সেখানে তাদের সঙ্গে তাল মিলিয়ে অধিকারের বিষয়গুলো প্রতিপালন করতে না পারলে প্রশ্নের মুখে পড়তে হবে।
শিরোনাম
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
মার্কিন শ্রমনীতির বিষয়টি রাজনৈতিক নয়
এম হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর