মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির বলেছেন, মার্কিন শ্রমনীতির যে বিষয়টি সামনে এসেছে, তা রাজনৈতিক নয়। এটার সঙ্গে আমাদের নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। একটা স্বাধীন জাতি হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে আমরা যে অঙ্গীকারগুলো করেছি, সেগুলোই তারা মনে করিয়ে দিচ্ছে। যদি আমরা অঙ্গীকারগুলো প্রতিপালন করতে পারতাম, তাহলে এটা নিয়ে কারও কথা বলার সুযোগ থাকত না। নৈতিক দায়িত্ব থেকেই অঙ্গীকারগুলো সুচারুরূপে বাস্তবায়নে আমাদের তৎপর হওয়া দরকার। তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। অর্থনীতি ভালো হচ্ছে। বৈশ্বিক যোগাযোগ বাড়ছে। উন্নয়নের সঙ্গে অধিকারের বিষয়টি অঙ্গাঙ্গি জড়িত। এটাও সমানতালে চলতে হবে। আমরা মানবাধিকারসংক্রান্ত অনেক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। সেখানে ভোটাধিকার, বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকারের কথা যেমন বলা আছে, তেমন সম অধিকার, নারী অধিকার, কৃষক অধিকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার এমন আরও অনেক অধিকারের কথা বলা আছে। উন্নয়নে আমরা ভালো নম্বর পাচ্ছি। কিন্তু অধিকারসংক্রান্ত অন্যান্য বিষয় যেমন রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার এ জায়গাগুলোয় আমাদের কাজ করার সুযোগ আছে। উন্নয়নের সঙ্গে অধিকার রক্ষায় সমান্তরালে চলতে না পারলে প্রশ্নের মুখে পড়তেই হবে। আমরা সেই প্রশ্নের মুখে পড়ছি। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীরা বিভিন্নভাবে বিষয়গুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে। সাবেক এই কূটনীতিক বলেন, সাম্প্রতিককালে আমরা নির্বাচন ও শ্রম অধিকার নিয়ে বেশ চাপের মধ্যে আছি। কারণ নির্বাচন মানুষের মৌলিক অধিকারের সূতিকাগারের মতো। এর মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিফলিত হয়, যার ভিত্তিতে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এ অবস্থা থেকেই উৎসারিত হয় মানুষের কথা বলার অধিকার, সভা-সমাবেশের অধিকার ও অন্যান্য অধিকার। সম অধিকারটাও সমগুরুত্বের দাবিদার। শুধু অন্যরা বললে অধিকার বাস্তবায়ন করতে হবে এমনটা নয়, এ অধিকার আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়ক শক্তি। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার নিশ্চিত করলে রাষ্ট্র শক্তিশালী হয়। সবাই সমানভাবে অধিকার ভোগ করতে পারে। রাষ্ট্রের উন্নয়নে সমানভাবে অবদান রাখতে পারে। সবার অংশীদারিতে আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে এ অধিকারগুলোর প্রতি মনোযোগী হতেই হবে। শ্রমিকের মজুরি, সুযোগসুবিধা বাড়ালে সাময়িক কিছুটা কষ্ট হবে। কিন্তু এতে দীর্ঘমেয়াদে লাভ হবে। বিনিয়োগ বাড়লে শ্রমিকের দক্ষতা বাড়বে। তখন উৎপাদন বাড়বে। আরও বেশি প্রতিযোগিতামূলক বাজারে আমরা প্রতিনিধিত্ব করতে পারব। দেশের সম্মানও বাড়বে। মনে রাখা দরকার, উন্নয়নশীল দেশের কাতারে যেতে চাইলে আমাদের ভিতরে-বাইরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বৈশ্বিক সহযোগীদের সন্তুষ্ট রেখে সমন্বিতভাবে কাজ করতে পারলেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা সহজ হবে। আমরা বিশ্বসমাজের একটা অংশ। সেখানে তাদের সঙ্গে তাল মিলিয়ে অধিকারের বিষয়গুলো প্রতিপালন করতে না পারলে প্রশ্নের মুখে পড়তে হবে।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
মার্কিন শ্রমনীতির বিষয়টি রাজনৈতিক নয়
এম হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর