সিলেটের হরিপুরে ১৯৮৬ সালেও আমরা একবার তেলের খনির সন্ধান পেয়েছিলাম। সেই সময় গ্যাসকূপ খনন করতে গিয়েই তেল উঠে আসে। তবে এবার সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে (অনুসন্ধান কূপ) হরিপুরের মতো ঘটনা ঘটেনি। ১০ নম্বর কূপে পরীক্ষা করে আলাদাভাবে তেল চিহ্নিত করা গেছে। তবে নতুন যে তেলের খনি সন্ধান মিলেছে সেখান থেকে আমরা যে পরিমাণ তেলই পাই না কেন, এটি আমাদের জন্য ভালো খবর। জ্যেষ্ঠ সাংবাদিক অরুণ কর্মকার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি বলেন, ভূতাত্ত্বিকভাবে সিলেট বেল্টে হরিপুর, কৈলাসটিলা- এ দুই এলাকা ধরে আমাদের যে গ্যাসক্ষেত্রগুলো আছে, সেখানে কিছু কিছু পকেট তেলও আছে। তারই একটি ১৯৮৬ সালে আমরা হরিপুরে পেয়েছিলাম। এরপর সর্বশেষ সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে পাওয়া গেছে। এ জায়গাটিতে আরও দু-চারটি কূপ খনন করলে হয়তো আরও তেলের অস্তিত্ব পাওয়া যাবে। তবে এখানে আমাদের খুব বেশি মজুদ থাকার সম্ভাবনা নেই। কারণ ভূগর্ভে যে প্রক্রিয়ায় তেল ও গ্যাস তৈরি হয় অর্থাৎ জ্বালানি তেল তৈরি হতে যে সময় লাগে এর সঙ্গে তুলনা করে আমাদের এ অঞ্চলে ভূমির যে গঠন তা তৈরি হতে যে সময় লেগেছে তার সময় কম। অর্থাৎ আমাদের যে ভূমির গঠন তা তৈরি হতে তত বেশি সময় লাগেনি। সেখানকার ভূমির গঠন তত পুরনো না যত পুরনো হলে মাটির নিচে তেল তৈরি হতে পারে। অরুণ কর্মকার বলেন, সিলেটের ওপারে যেটা আসাম অঞ্চল সেখানেও কিছু তেল আছে। ভূতাত্ত্বিকভাবে সেখানে তেল তৈরি হওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তের ভিতরের অংশও সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। হরিপুরেও পকেট তেল পাওয়া গিয়েছিল। সাড়ে ৫ লাখ ব্যারেল তেল তোলার পর বাণিজ্যিকভাবে এই খনি থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেই কূপে যে পরিমাণ তেল ছিল তা শেষ হয়ে গিয়েছিল। এবার নতুন যে তেল খনির সন্ধান মিলেছে সেখানেও হরিপুরের মতো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। হয়তো সেখানে কিছু বেশি বা কম তেল পাওয়া যেতে পারে। এটি পরীক্ষা-নিরীক্ষা শেষ না হলে বলা যাচ্ছে না। এ খনি থেকে খুব বড় সম্ভাবনা না থাকলেও এ অঞ্চলে এমন আরও দু-একটি পকেট তেলের খনির সন্ধান পাওয়া যেতে পারে। এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, যেহেতু এর আগে হরিপুর থেকে আমরা তেল উত্তোলন করেছি এজন্য তেল উত্তোলনের প্রক্রিয়া আমাদের জানা আছে। আর এই তেল ওঠানোর পর ক্রুড পরিশোধন করার জন্য তা ইস্টার্ন রিফাইনারিতে পাঠিয়ে দিতে হবে বলে মনে করছি। আপাতত নতুন খনি থেকে তেল উত্তোলনের জন্য আলাদা কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
যে পরিমাণই পাই না কেন, ভালো খবর
অরুণ কর্মকার
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর