সিলেটের হরিপুরে ১৯৮৬ সালেও আমরা একবার তেলের খনির সন্ধান পেয়েছিলাম। সেই সময় গ্যাসকূপ খনন করতে গিয়েই তেল উঠে আসে। তবে এবার সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে (অনুসন্ধান কূপ) হরিপুরের মতো ঘটনা ঘটেনি। ১০ নম্বর কূপে পরীক্ষা করে আলাদাভাবে তেল চিহ্নিত করা গেছে। তবে নতুন যে তেলের খনি সন্ধান মিলেছে সেখান থেকে আমরা যে পরিমাণ তেলই পাই না কেন, এটি আমাদের জন্য ভালো খবর। জ্যেষ্ঠ সাংবাদিক অরুণ কর্মকার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি বলেন, ভূতাত্ত্বিকভাবে সিলেট বেল্টে হরিপুর, কৈলাসটিলা- এ দুই এলাকা ধরে আমাদের যে গ্যাসক্ষেত্রগুলো আছে, সেখানে কিছু কিছু পকেট তেলও আছে। তারই একটি ১৯৮৬ সালে আমরা হরিপুরে পেয়েছিলাম। এরপর সর্বশেষ সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে পাওয়া গেছে। এ জায়গাটিতে আরও দু-চারটি কূপ খনন করলে হয়তো আরও তেলের অস্তিত্ব পাওয়া যাবে। তবে এখানে আমাদের খুব বেশি মজুদ থাকার সম্ভাবনা নেই। কারণ ভূগর্ভে যে প্রক্রিয়ায় তেল ও গ্যাস তৈরি হয় অর্থাৎ জ্বালানি তেল তৈরি হতে যে সময় লাগে এর সঙ্গে তুলনা করে আমাদের এ অঞ্চলে ভূমির যে গঠন তা তৈরি হতে যে সময় লেগেছে তার সময় কম। অর্থাৎ আমাদের যে ভূমির গঠন তা তৈরি হতে তত বেশি সময় লাগেনি। সেখানকার ভূমির গঠন তত পুরনো না যত পুরনো হলে মাটির নিচে তেল তৈরি হতে পারে। অরুণ কর্মকার বলেন, সিলেটের ওপারে যেটা আসাম অঞ্চল সেখানেও কিছু তেল আছে। ভূতাত্ত্বিকভাবে সেখানে তেল তৈরি হওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তের ভিতরের অংশও সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। হরিপুরেও পকেট তেল পাওয়া গিয়েছিল। সাড়ে ৫ লাখ ব্যারেল তেল তোলার পর বাণিজ্যিকভাবে এই খনি থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেই কূপে যে পরিমাণ তেল ছিল তা শেষ হয়ে গিয়েছিল। এবার নতুন যে তেল খনির সন্ধান মিলেছে সেখানেও হরিপুরের মতো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। হয়তো সেখানে কিছু বেশি বা কম তেল পাওয়া যেতে পারে। এটি পরীক্ষা-নিরীক্ষা শেষ না হলে বলা যাচ্ছে না। এ খনি থেকে খুব বড় সম্ভাবনা না থাকলেও এ অঞ্চলে এমন আরও দু-একটি পকেট তেলের খনির সন্ধান পাওয়া যেতে পারে। এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, যেহেতু এর আগে হরিপুর থেকে আমরা তেল উত্তোলন করেছি এজন্য তেল উত্তোলনের প্রক্রিয়া আমাদের জানা আছে। আর এই তেল ওঠানোর পর ক্রুড পরিশোধন করার জন্য তা ইস্টার্ন রিফাইনারিতে পাঠিয়ে দিতে হবে বলে মনে করছি। আপাতত নতুন খনি থেকে তেল উত্তোলনের জন্য আলাদা কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
যে পরিমাণই পাই না কেন, ভালো খবর
অরুণ কর্মকার
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর