মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইসিসির মাসসেরা নাহিদা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির মাসসেরা নাহিদা

আইসিসির মাসসেরা ক্রিকেটার লড়াইয়ে নাহিদা আক্তারের সঙ্গে ছিলেন সতীর্থ ফারজানা হক পিংকি ও পাকিস্তানের সাদিয়া ইকবাল। ফারজানা ও সাদিয়াকে পেছনে ফেলে আইসিসির নভেম্বর মাসের মাসসেরা ক্রিকেটার হয়েছেন বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন। অক্টোবরের মাস সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়েও ছিলেন নাহিদা। সেবার তিনি হেরে যান হেইলি ম্যাথিউসের কাছে। পুরুষদের মাস সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের মোহাম্মদ শামিকে। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা জেতাতে সেঞ্চুরি করেন হেড। গতকাল বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে নভেম্বর মাসের নারী ও পুরুষদের মাস সেরা ক্রিকেটারদের নাম। মাস সেরা ক্রিকেটার হয়ে উচ্ছ্বসিত ২৩ বছর বয়সী নাহিদা, ‘মুহূর্তটা দীর্ঘদিন মনে রাখার মতো। ক্রিকেট বিশেষজ্ঞদের বিশেষ এ প্যানেলের কাছ থেকে এমন স্বীকৃতি, আমার জন্য অনেক বড় কিছু। আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার আমার জন্য অনেক বড় প্রেরণা।’ বর্তমানে নারী দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফর করছেন নাহিদা। গত কয়েক বছর ধরে ধারাবাহিক বোলিং করছেন। নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রাখেন নাহিদা। ৩ ম্যাচে উইকেট নেন ৭টি। প্রথম ও তৃতীয় ম্যাচে উইকেট নেন ৩টি করে এবং দ্বিতীয় ম্যাচে নেন ১টি। দ্বিতীয় ম্যাচটি ছিল ‘টাই’। সেই ম্যাচের সুপার ওভারে ২ উইকেট নিয়েছিলেন নাহিদা। ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৭ ওয়ানডেতে ৪৮ উইকেট নেন তিনি। সেরা বোলিং জিম্বাবুয়ের বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট। যা বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্স। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নাহিদার। ৭৫ টি-২০ ম্যাচে উইকেট ৮৬টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর