উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ। গতকাল সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনই ৮১০টি ফরম সংগ্রহ করেছেন আগ্রহীরা। গতকাল ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। সারা দিন ফরম সংগ্রহ করতে দলীয় কার্যালয়ে ভিড় জমান দলের সক্রিয় নারী নেত্রী থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী। কেউ সরাসরি নিজে এসে ফরম সংগ্রহ করেন, কেউ প্রতিনিধির মাধ্যমে। আজ (বুধবার) ও কাল বৃহস্পতিবার এ কার্যক্রম চলবে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, প্রথম দিনে মোট ৮১০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ ৬২টি, চট্টগ্রাম বিভাগ ১৪৯টি, সিলেট বিভাগ ২৬টি, বরিশাল বিভাগ ৫৬টি, খুলনা বিভাগ ৭৭টি, রংপুর বিভাগ ৭৫টি এবং রাজশাহী বিভাগের ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলিয়ে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)। ইতোমধ্যে প্রত্যাশীরা দলের দায়িত্বশীল নেতাদের বাসা-কার্যালয়ে যাচ্ছেন, তদবির করছেন। অনেকে নিজের জীবনবৃত্তান্ত নেতাদের কাছে দিচ্ছেন। এতে দলের পদ-পদবি এবং অতীতের ভূমিকা বিস্তারিত তুলে ধরছেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        