নারায়ণগঞ্জের ফতুল্লায় আলামিন দানিয়াল (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই যুবকের লাশ একটি অটো রিকশায় বহন করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় খুনিরা দানিয়ালের পরিবারের উদ্দেশে চিৎকার করে বলে- ‘কথা দিয়েছিলাম তোর ছেলের লাশ ফেলে দেব। লাশ নিয়ে যা। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দানিয়াল ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত দানিয়ালের সঙ্গে থাকা বন্ধু শুভকেও (২৭) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত শুভ একই এলাকার শাহ জালালের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজনের প্রতিপক্ষ রমু বাহিনীর রমুর নাতি অনিক বাহিনীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করে। এলাকাবাসী অনেকের অভিযোগ- অতীতের ওই সংঘর্ষের ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে দানিয়াল ও তার বন্ধু শুভকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। তারপর তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দানিয়াল ও শুভকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর শুভকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল ফতুল্লার মাসদাইরের অনিক ও রামুসহ অজ্ঞাত ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মা মোক্তা বেগম। ঘটনার দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি রামুকে আটক করেছে। নিহত দানিয়ালের মা মামলার বাদী মোক্তা বেগম জানান, খুনিরা আমার ছেলেকে হত্যা করে বাড়ির সামনে এসে লাশ ফেলে দিয়ে প্রকাশ্যে হুংকার দিয়ে গেছে যে, ‘কথা দিয়েছিলাম লাশ ফেলে দেব’। একথা এলাকার অনেকেই শুনেছে। আমি এ হত্যার বিচার চাই। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, রামু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বাড়ির সামনে লাশ ফেলে খুনিদের চিৎকার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর