নারায়ণগঞ্জের ফতুল্লায় আলামিন দানিয়াল (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই যুবকের লাশ একটি অটো রিকশায় বহন করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় খুনিরা দানিয়ালের পরিবারের উদ্দেশে চিৎকার করে বলে- ‘কথা দিয়েছিলাম তোর ছেলের লাশ ফেলে দেব। লাশ নিয়ে যা। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দানিয়াল ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত দানিয়ালের সঙ্গে থাকা বন্ধু শুভকেও (২৭) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত শুভ একই এলাকার শাহ জালালের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজনের প্রতিপক্ষ রমু বাহিনীর রমুর নাতি অনিক বাহিনীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করে। এলাকাবাসী অনেকের অভিযোগ- অতীতের ওই সংঘর্ষের ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে দানিয়াল ও তার বন্ধু শুভকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। তারপর তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দানিয়াল ও শুভকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর শুভকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল ফতুল্লার মাসদাইরের অনিক ও রামুসহ অজ্ঞাত ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মা মোক্তা বেগম। ঘটনার দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি রামুকে আটক করেছে। নিহত দানিয়ালের মা মামলার বাদী মোক্তা বেগম জানান, খুনিরা আমার ছেলেকে হত্যা করে বাড়ির সামনে এসে লাশ ফেলে দিয়ে প্রকাশ্যে হুংকার দিয়ে গেছে যে, ‘কথা দিয়েছিলাম লাশ ফেলে দেব’। একথা এলাকার অনেকেই শুনেছে। আমি এ হত্যার বিচার চাই। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, রামু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা