নারায়ণগঞ্জের ফতুল্লায় আলামিন দানিয়াল (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই যুবকের লাশ একটি অটো রিকশায় বহন করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় খুনিরা দানিয়ালের পরিবারের উদ্দেশে চিৎকার করে বলে- ‘কথা দিয়েছিলাম তোর ছেলের লাশ ফেলে দেব। লাশ নিয়ে যা। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দানিয়াল ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত দানিয়ালের সঙ্গে থাকা বন্ধু শুভকেও (২৭) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত শুভ একই এলাকার শাহ জালালের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজনের প্রতিপক্ষ রমু বাহিনীর রমুর নাতি অনিক বাহিনীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করে। এলাকাবাসী অনেকের অভিযোগ- অতীতের ওই সংঘর্ষের ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে দানিয়াল ও তার বন্ধু শুভকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। তারপর তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দানিয়াল ও শুভকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর শুভকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল ফতুল্লার মাসদাইরের অনিক ও রামুসহ অজ্ঞাত ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মা মোক্তা বেগম। ঘটনার দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি রামুকে আটক করেছে। নিহত দানিয়ালের মা মামলার বাদী মোক্তা বেগম জানান, খুনিরা আমার ছেলেকে হত্যা করে বাড়ির সামনে এসে লাশ ফেলে দিয়ে প্রকাশ্যে হুংকার দিয়ে গেছে যে, ‘কথা দিয়েছিলাম লাশ ফেলে দেব’। একথা এলাকার অনেকেই শুনেছে। আমি এ হত্যার বিচার চাই। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, রামু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
শিরোনাম
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
বাড়ির সামনে লাশ ফেলে খুনিদের চিৎকার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর