নারায়ণগঞ্জের ফতুল্লায় আলামিন দানিয়াল (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই যুবকের লাশ একটি অটো রিকশায় বহন করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় খুনিরা দানিয়ালের পরিবারের উদ্দেশে চিৎকার করে বলে- ‘কথা দিয়েছিলাম তোর ছেলের লাশ ফেলে দেব। লাশ নিয়ে যা। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দানিয়াল ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত দানিয়ালের সঙ্গে থাকা বন্ধু শুভকেও (২৭) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত শুভ একই এলাকার শাহ জালালের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজনের প্রতিপক্ষ রমু বাহিনীর রমুর নাতি অনিক বাহিনীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করে। এলাকাবাসী অনেকের অভিযোগ- অতীতের ওই সংঘর্ষের ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে দানিয়াল ও তার বন্ধু শুভকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। তারপর তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দানিয়াল ও শুভকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর শুভকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল ফতুল্লার মাসদাইরের অনিক ও রামুসহ অজ্ঞাত ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মা মোক্তা বেগম। ঘটনার দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি রামুকে আটক করেছে। নিহত দানিয়ালের মা মামলার বাদী মোক্তা বেগম জানান, খুনিরা আমার ছেলেকে হত্যা করে বাড়ির সামনে এসে লাশ ফেলে দিয়ে প্রকাশ্যে হুংকার দিয়ে গেছে যে, ‘কথা দিয়েছিলাম লাশ ফেলে দেব’। একথা এলাকার অনেকেই শুনেছে। আমি এ হত্যার বিচার চাই। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, রামু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
শিরোনাম
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
বাড়ির সামনে লাশ ফেলে খুনিদের চিৎকার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম