নারায়ণগঞ্জের ফতুল্লায় আলামিন দানিয়াল (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই যুবকের লাশ একটি অটো রিকশায় বহন করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় খুনিরা দানিয়ালের পরিবারের উদ্দেশে চিৎকার করে বলে- ‘কথা দিয়েছিলাম তোর ছেলের লাশ ফেলে দেব। লাশ নিয়ে যা। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দানিয়াল ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত দানিয়ালের সঙ্গে থাকা বন্ধু শুভকেও (২৭) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত শুভ একই এলাকার শাহ জালালের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজনের প্রতিপক্ষ রমু বাহিনীর রমুর নাতি অনিক বাহিনীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করে। এলাকাবাসী অনেকের অভিযোগ- অতীতের ওই সংঘর্ষের ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে দানিয়াল ও তার বন্ধু শুভকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। তারপর তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দানিয়াল ও শুভকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর শুভকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল ফতুল্লার মাসদাইরের অনিক ও রামুসহ অজ্ঞাত ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মা মোক্তা বেগম। ঘটনার দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি রামুকে আটক করেছে। নিহত দানিয়ালের মা মামলার বাদী মোক্তা বেগম জানান, খুনিরা আমার ছেলেকে হত্যা করে বাড়ির সামনে এসে লাশ ফেলে দিয়ে প্রকাশ্যে হুংকার দিয়ে গেছে যে, ‘কথা দিয়েছিলাম লাশ ফেলে দেব’। একথা এলাকার অনেকেই শুনেছে। আমি এ হত্যার বিচার চাই। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, রামু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
বাড়ির সামনে লাশ ফেলে খুনিদের চিৎকার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর