সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচ পাকিস্তনি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র : গালফ নিউজ
খবরে বলা হয়, মক্কায় কর্মরত ওই বাংলাদেশিকে হত্যা এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওপর হামলা চালানোর দায়ে অভিযুক্ত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন দেশটির একটি বিচারিক আদালত। পরে সর্বোচ্চ আদালতে আপিল করলে ওই রায় সুপ্রিম কোর্ট বহাল রাপ্রণ। এরপর রাজকীয় আদেশ অনুমোদনের পর ৫ মার্চ মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষী ব্যক্তিরা পাকিস্তানি নাগরিক। তারা মক্কায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় দুই প্রহরীকে বেঁধে নির্যাতন করে এবং একজন বাংলাদেশি প্রহরীকে হত্যা করে। বাংলাদেশি ওই প্রবাসী সৌদির ওই বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আরশাদ আলি দিবর, মোহাম্মদ ইসমাইল, আবদুল মজিদ, হাজি নুরুদ্দিন ও আবদুল গাফফার মোহাম্মদ সোমা।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        