জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আন্দোলনে কতজন হত্যাকান্ডের শিকার হয়েছেন, সেই সংখ্যা প্রকাশ করুন। ক্ষমতাসীন সরকার দেশের নাগরিকদের হত্যা করে লাশের সংখ্যা প্রকাশ করার প্রয়োজন বোধ করে না।
এরই মধ্যে নিহতদের পরিচয় জানার চেষ্টা না করেই ২১ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। ছাত্র হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আ স ম রব বলেন, আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীলনকশা বাস্তবায়ন করেছে। বিবৃতিতে তিনি ছয় দফা দাবি জানান। দাবিগুলো হলো- ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকান্ডের শিকার হয়েছেন, তাদের সংখ্যা, নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করতে হবে। আবু সাঈদসহ নিহতদের স্মরণে ‘জাতীয় শোক’ পালন করতে হবে। প্রতিটি হত্যাকান্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। নির্বিচার গ্রেফতারসহ সব রকমের হয়রানি বন্ধ এবং অবিলম্বে কারফিউ প্রত্যাহার করা।