রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তার রিমান্ড বাতিল করে আদেশ দেন। একই সঙ্গে মামলার নথি শিশু আদালতে পাঠিয়ে দেন। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রোকসানা বেগম হ্যাপীর আদালত তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে ঢাকা কলেজের ছাত্র ফাইয়াজের রিমান্ড প্রশ্নে এক শুনানিতে হাই কোর্ট বলেছেন, সে যদি শিশু হয়, তাকে (রিমান্ডে) নেবেন কেন? প্রয়োজন হলে তাকে তার মা-বাবার হেফাজতে দিয়ে দেন। তার ক্ষেত্রে শিশু আইন যেন অনুসরণ করা হয়। হাই কোর্ট আরও বলেন, এমন দু-একটা অঘটন ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে, ভাবমূর্তি নষ্ট হতে পারে। গতকাল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদন দাখিলের সময় রাষ্ট্রপক্ষের উদ্দেশে এসব কথা বলেন। ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে গ্রেপ্তার-রিমান্ড বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক। রিটটি দাখিলের সময় শুনানিতে আদালত এসব কথা বলেন। আজ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছে রিট আবেদনকারীপক্ষ। গত শনিবার ফাইয়াজকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার। আসামি পক্ষ তার অপ্রাপ্ত বয়সের প্রমাণপত্র দাখিল করলেও আদালত তা গ্রহণ করেননি। আসামি পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম জানান, তারা সেই আদেশ চ্যালেঞ্জ করে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেন। এর মধ্যে বিষয়টি নিয়ে রবিবার একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রিমান্ড বিষয়ে বিশেষ শুনানির উদ্যোগ নেন। এরপর অপর একটি আদালতে তাকে হাজির করা হলে আদালত রিমান্ড বাতিল করেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এ শিক্ষার্থী। পুলিশ সদস্যকে হত্যা করে লাশ গুম ও এই কাজে সহায়তাসহ তার মোটরসাইকেল চুরির মামলা হয় ফাইয়াজের বিরুদ্ধে।
শিরোনাম
- অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলা, নিহত ৯
- মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসালেন মিরাজ
- আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লোকসভায় যা বললেন জয়শঙ্কর
- প্লাস্টিক কতটা ভয়ঙ্কর, জীবাণু ছড়াচ্ছে অ্যান্টার্কটিকাতেও!
- আল্লু জামিন পেতেই ‘বিস্ফোরক’ কঙ্গনা
- রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৫
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা