বিটিভি ও সেতু ভবনে হামলার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক দুই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিটিভি ভবনে নাশকতা মামলায় শিমুল বিশ্বাসসহ কারাগারে ৬ : রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ ছয়জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।
এর আগে রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৯ জুলাই বিটিভি ভবনে হামলার এ মামলায় তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।রিমান্ড শেষে কারাগারে পার্থ : এদিকে রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন পার্থের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।