বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। ছাত্র-জনতার প্রতি যে প্রতিজ্ঞা আমাদের ছিল, সেই বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করতে যা যা করার সবটা করব। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এটা প্রমাণ করব। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা প্রয়োজন। আমলাতন্ত্র থেকে শুরু করে সব স্তরে প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। তিনি বলেন, আমাদের শত শত ভাইবোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তরুণরা যেমন সরকারে থাকবে, তেমন রাজপথে থাকবে। আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো দ্রুত পূরণ করার জন্য সচেষ্ট থাকব। আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিকে নতুনভাবে গড়তে পারব। পৃথিবীতে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে। আমরা মনে করি আমাদের তারুণ্যের যে স্পৃহা রয়েছে তার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব। এত বড় বড় রাজনৈতিক দল ১৭ বছরে স্বৈরাচারী সরকারকে হটাতে পারেনি, আমরা মাত্র চার দিনে এক দফা ঘোষণার মাধ্যমে সেই সরকারের পতন ঘটাতে পেরেছি। এই কর্মস্পৃহা ও দেশপ্রেম আমরা যারা ছাত্র-জনতার পক্ষ থেকে এসেছি তারা কেবিনেটেও যোগ্যতার প্রমাণ করতে পারব। সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করব। ইতিহাস সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের এ প্রতিনিধিত্বকে যুগান্তকারী হিসেবে অভিহিত করা হচ্ছে। জানা যায়, নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
দুই ছাত্রনেতা হলেন উপদেষ্টা
প্রমাণ করব নতুনরাও দেশের হাল ধরতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর