বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। ছাত্র-জনতার প্রতি যে প্রতিজ্ঞা আমাদের ছিল, সেই বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করতে যা যা করার সবটা করব। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এটা প্রমাণ করব। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা প্রয়োজন। আমলাতন্ত্র থেকে শুরু করে সব স্তরে প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। তিনি বলেন, আমাদের শত শত ভাইবোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তরুণরা যেমন সরকারে থাকবে, তেমন রাজপথে থাকবে। আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো দ্রুত পূরণ করার জন্য সচেষ্ট থাকব। আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিকে নতুনভাবে গড়তে পারব। পৃথিবীতে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে। আমরা মনে করি আমাদের তারুণ্যের যে স্পৃহা রয়েছে তার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব। এত বড় বড় রাজনৈতিক দল ১৭ বছরে স্বৈরাচারী সরকারকে হটাতে পারেনি, আমরা মাত্র চার দিনে এক দফা ঘোষণার মাধ্যমে সেই সরকারের পতন ঘটাতে পেরেছি। এই কর্মস্পৃহা ও দেশপ্রেম আমরা যারা ছাত্র-জনতার পক্ষ থেকে এসেছি তারা কেবিনেটেও যোগ্যতার প্রমাণ করতে পারব। সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করব। ইতিহাস সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের এ প্রতিনিধিত্বকে যুগান্তকারী হিসেবে অভিহিত করা হচ্ছে। জানা যায়, নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
দুই ছাত্রনেতা হলেন উপদেষ্টা
প্রমাণ করব নতুনরাও দেশের হাল ধরতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর