বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। ছাত্র-জনতার প্রতি যে প্রতিজ্ঞা আমাদের ছিল, সেই বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করতে যা যা করার সবটা করব। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এটা প্রমাণ করব। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা প্রয়োজন। আমলাতন্ত্র থেকে শুরু করে সব স্তরে প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। তিনি বলেন, আমাদের শত শত ভাইবোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তরুণরা যেমন সরকারে থাকবে, তেমন রাজপথে থাকবে। আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো দ্রুত পূরণ করার জন্য সচেষ্ট থাকব। আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিকে নতুনভাবে গড়তে পারব। পৃথিবীতে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে। আমরা মনে করি আমাদের তারুণ্যের যে স্পৃহা রয়েছে তার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব। এত বড় বড় রাজনৈতিক দল ১৭ বছরে স্বৈরাচারী সরকারকে হটাতে পারেনি, আমরা মাত্র চার দিনে এক দফা ঘোষণার মাধ্যমে সেই সরকারের পতন ঘটাতে পেরেছি। এই কর্মস্পৃহা ও দেশপ্রেম আমরা যারা ছাত্র-জনতার পক্ষ থেকে এসেছি তারা কেবিনেটেও যোগ্যতার প্রমাণ করতে পারব। সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করব। ইতিহাস সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের এ প্রতিনিধিত্বকে যুগান্তকারী হিসেবে অভিহিত করা হচ্ছে। জানা যায়, নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
দুই ছাত্রনেতা হলেন উপদেষ্টা
প্রমাণ করব নতুনরাও দেশের হাল ধরতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর