বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। ছাত্র-জনতার প্রতি যে প্রতিজ্ঞা আমাদের ছিল, সেই বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করতে যা যা করার সবটা করব। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এটা প্রমাণ করব। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা প্রয়োজন। আমলাতন্ত্র থেকে শুরু করে সব স্তরে প্রয়োজনীয় সংস্কার হবে প্রথম কাজ। তিনি বলেন, আমাদের শত শত ভাইবোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তরুণরা যেমন সরকারে থাকবে, তেমন রাজপথে থাকবে। আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো দ্রুত পূরণ করার জন্য সচেষ্ট থাকব। আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিকে নতুনভাবে গড়তে পারব। পৃথিবীতে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে। আমরা মনে করি আমাদের তারুণ্যের যে স্পৃহা রয়েছে তার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব। এত বড় বড় রাজনৈতিক দল ১৭ বছরে স্বৈরাচারী সরকারকে হটাতে পারেনি, আমরা মাত্র চার দিনে এক দফা ঘোষণার মাধ্যমে সেই সরকারের পতন ঘটাতে পেরেছি। এই কর্মস্পৃহা ও দেশপ্রেম আমরা যারা ছাত্র-জনতার পক্ষ থেকে এসেছি তারা কেবিনেটেও যোগ্যতার প্রমাণ করতে পারব। সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করব। ইতিহাস সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের এ প্রতিনিধিত্বকে যুগান্তকারী হিসেবে অভিহিত করা হচ্ছে। জানা যায়, নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
- রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন
- ‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা
- সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০
- সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করলো বিশ্বব্যাংক
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
- অপহৃত ২ বাংলাদেশিসহ ৪ রোহিঙ্গাকে ফেরত দিল আরাকান আর্মি
- টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪
আপডেট:
দুই ছাত্রনেতা হলেন উপদেষ্টা
প্রমাণ করব নতুনরাও দেশের হাল ধরতে পারে
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর