বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ১০টি ব্যাংক দুর্বল অবস্থায় আছে, ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, আমরা সেই চেষ্টা করব। ব্যাংকগুলোকে টেকনিক্যাল, অ্যাডভাইজারি ও লিকিউডিটি সুবিধা দেব। আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংক যে অবস্থাতেই থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। এ জন্য আমানতের সুরক্ষা বিমার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। দেশের ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতোমধ্যে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে। কিছু হলেও কাজ হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চলবে। তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা দেবে। কেউ কেউ এ বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে, হতে পারে কোনো ব্যাংক নিজ থেকে অতি-উৎসাহিত হয়ে করেছে। কর্মসংস্থান নষ্ট এবং উৎপাদন ব্যাহত হোক আমরা সেটা চাই না। গভর্নর বলেন, টাস্কফোর্সের মাধ্যমে ব্যাংক খাতের সমস্যা নিরূপণ এবং আগের নীতিমালাগুলো রিভিউ করা হবে। যদি দেখা যায় যে, কোনো নীতিমালা শুধু গুটিকয়েক ব্যবসায়ীর জন্য করা হয়েছে তাহলে সেটা বাতিল করা হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে সেটা থাকবে। ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে। আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন গভর্নর।
শিরোনাম
- শহীদ ওয়াসিমের বাড়িতে ছাত্রদল, কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা
- কুষ্টিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- ঘাস ক্ষেতে মিলল নিখোঁজ শিশুর লাশ
- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর ৮ দিনের রিমান্ডে
- অ্যাশেজে খেলতে সবকিছু করতে প্রস্তুত আর্চার
- নিয়মিত শিঙাড়া খাওয়া মানে বিপদ ডেকে আনা
- ওমান সাগরে বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান
- ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরাল ইসি
- চ্যালেঞ্জেও রপ্তানিতে আশা
- ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
- তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
- দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের সম্ভাবনা
- দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব খালেদ রহীম
- উন্নয়নশীল হলে রপ্তানিতে চাপ বাড়বে, প্রস্তুত নয় সিমেন্টশিল্প
- নতুন চুক্তিতে ইন্দোনেশীয় পণ্যে শুল্কহার কমালেন ট্রাম্প
- ইলেকট্রনিক পণ্যের রপ্তানি বাড়াতে নীতির ধারাবাহিকতা জরুরি
- অলিখিত ফাইনালে আজ কে হাসবে শেষ হাসি?
- লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা উইন্ডিজের
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে গ্রুপ চ্যাটে হবে ভিন্ন অভিজ্ঞতা
আহসান এইচ মনসুর
দুর্বল অবস্থায় ১০ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর