সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরে বেশ কিছু বিষয় আলোচনার সুযোগ আছে। এর মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক জোরদার, গণতন্ত্রের উন্নয়ন, নির্বাচন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশ প্রতিদিনকে গতকাল তিনি আরও বলেন, এ সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে দুই পক্ষ কথা বলতে পারে। এ সময় দেশকে এগিয়ে নিতে অর্থনৈতিক সহযোগিতা জরুরি। এ ছাড়া রাষ্ট্রীয় সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কিংবা উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে। তা ছাড়া অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা, মানবাধিকার লঙ্ঘনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা হতে পারে। আগামী নির্বাচন ও গণতন্ত্র উন্নয়নও আলোচনার বিষয় হতে পারে।