‘খালেদা-তারেকের ১১৭ মামলা’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর গত ১১ দিনে মাত্র ৪৪টি মামলা বাতিল ও খারিজ হয়েছে। এখনো বাকি ৭৩ মামলা। এসব বানোয়াট ও মিথ্যা-গায়েবি মামলাগুলো খড়্গ হয়ে ঝুলছে বিএনপির দুই শীর্ষনেতার মাথার ওপর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছর আর তার আগের ফখরুদ্দীন-মইন উদ্দিন সরকারের দুই বছরে এ ১১৭টি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়। এর মধ্যে গত ১১ দিনে মাত্র ৪৪টি মামলা বাতিল ও খারিজ করা হয়। এর আগে ২০ অক্টোবর শুরু করে গতকাল ৩১ অক্টোবর পর্যন্ত আদালত কর্তৃক প্রচলিত আইনি প্রক্রিয়ায় এসব মামলা খারিজ ও বাতিল হয়। ২০ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘খালেদা-তারেকের ১১৭ মামলা’ প্রধান শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেদিনই এ মামলা খারিজ ও বাতিলের প্রক্রিয়াটি শুরু করেন আদালত। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবীসূত্রে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক এবং খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মামলাগুলো প্রচলিত আইনি প্রক্রিয়ায় ও সিআরপিসি সাংবিধানিক আলোকে নিষ্পত্তি করা হবে। ইতোমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২৩ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ২১টি মামলা খারিজ ও বাতিল করা হয়েছে। আদালত যথাযথ প্রক্রিয়া অনুসারে মামলাগুলো বাতিল ও খারিজ করেন। তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশে কোনো আইনি শাসন ছিল না বলেই তাঁদের বিরুদ্ধে রাজনৈিিতক প্রতিহিংসাবশত এসব মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা দায়ের করা হয়। যেসব মামলার কোনো আইনি ভিত্তি ছিল না। সরকারের নির্বাহীদের সরাসরি হস্তক্ষেপে এসব মামলা দায়ের করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে মাত্র একটি (রাষ্ট্রদ্রোহ) মামলা বাতিল আর বাকি ১৮টি মামলা খারিজ করা হয়েছে। যেগুলোর বেশির ভাগই ছিল মানহানির মামলা। কায়সার কামাল আরও বলেন, যেসব মামলার আইনি কোনো অ্যাভিডেন্স নেই, সেগুলো বাতিল বলে অভিহিত করছেন আদালত। অন্যদিকে যেসব মামলা দায়েরের পর থেকে দীর্ঘ বছর ধরে সাক্ষী/বাদী কারও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, তারা আদালতে আসেন না এবং মামলার কার্যকারিতা হারিয়েছে সেগুলো খারিজ করা হচ্ছে।
শিরোনাম
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
এখনো বাকি ৭৩ মামলা
১১ দিনে খালেদা জিয়ার ২৩ ও তারেক রহমানের মাত্র ২১ মামলা খারিজ ও বাতিল
শফিউল আলম দোলন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর