স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার জামিনে মুক্ত হয়েছেন। খুনের মামলায় গ্রেপ্তার হওয়ার তিন বছর সাত মাস পর গতকাল বিকালে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এ সময় উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর বিকালে বাবুল আক্তারকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। যতটুকু জেনেছি মুক্তির পর তিনি স্বজনদের সঙ্গে গাড়ি নিয়ে চল যান।’ বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, ‘বিভিন্ন কারণ দেখিয়ে বাবুলের কারাগার থেকে মুক্তি বাধাগ্রস্ত করা হয়েছে। তিন বছর সাত মাস পর কারাগার থেকে বেরিয়ে আসেন। তাঁর ঢাকার বাসায় যাওয়ার কথা রয়েছে।’ তিনি বলেন, বাবুল আক্তার ষড়যন্ত্রের কারণে কারাগারে ছিলেন। এতে তাঁর ব্যক্তিগত ও চাকরি জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে। আশা করি তাঁর চাকরি জীবন থেকে সংসার জীবন সবকিছুতে স্বাভাবিকতা ফিরে আসবে। আজ তাঁর ছেলেমেয়েরা বাবাকে ফিরে পাবে। এরপর বিকাল ৫টা ৩৫ মিনিটে একটি সাদা প্রাইভেট কারে কারাগার থেকে বেরিয়ে আসেন বাবুল আক্তার। তাঁর গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি দেখা গেছে। বাবুল এ সময় কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর আগে ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন উচ্চ আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ। কিন্তু জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তাঁর শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তাঁর জামিন বহালের আদেশ দেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। খুনের পাঁচ বছর পর পিবিআই খুনে জড়িত অভিযোগ তুলে বাবুলকে গ্রেপ্তার করে। পরে বাবুল আক্তারের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বাবুলসহ সাতজনকে আসামি করে আরেকটি হত্যা মামলা করেন মিতুর বাবা মোশররফ হোসেন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলার ২ হাজার ৮৪ পৃষ্ঠার অভিযোগপত্র দেয় পিবিআই; যাতে বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করা হয়। গত বছরের ১৩ মার্চ আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
স্ত্রী হত্যায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর