প্রধান উপদেষ্টার সংলাপের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানস্থলে গিয়েও ফিরে গেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) এবং মহাসচিব ড. রেদওয়ান আহমদ। দেশের সার্বিক পরিস্থিতি ও ভারত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি-জামায়াতসহ দেশের অন্য বড় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আমন্ত্রিত হয়ে বৈঠকে অংশ নেন। কিন্তু আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানান ড. অলি আহমদ। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কেউ কিছু জানাননি। এ বৈঠকে অবশ্য আমন্ত্রণ না পাওয়ায় অংশ নিতে পারেনি আওয়ামী লীগের আমলে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি (জাপা)। কর্নেল অলি আহমদ বলেন, মঙ্গলবার রাতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আদিলুর রহমান আমাদের মহাসচিব ড. রেদওয়ান আহমদকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন। তখন আমাদের পক্ষ থেকে দুজন বৈঠকে অংশ নেবেন বলে জানিয়ে দেওয়া হয়। বিকাল ৪টার পর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দগুলোর সঙ্গে এ বৈঠক শুরু হয়। সেখানে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে গিয়ে পৌঁছেন অলি আহমদ।
বৈঠকে না গিয়ে ফিরে এলেন কেন? এমন প্রশ্নের জবাবে এলডিপি চেয়ারম্যান বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে অনুষ্ঠানস্থলে পৌঁছাই। সঙ্গে দলের মহাসচিব ছিলেন। গেটে ভিড় দেখে গাড়িতে বসেছিলাম। কিছু সময় পর দলের লোকজন আমাদের কথা গেটে বললে তারা আসতে বলেন। গেটে নিরাপত্তায় দায়িত্বে থাকা লোকজন চেক করে ভিতরের দিকে যেতে বললে আমাদের বৈঠকস্থলের বাইরে অপেক্ষা করতে বলা হয়। কিছু সময় পর তালিকা দেখে বলা হয়, আমাদের নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। পরে আমরা চলে এসেছি।’
সেখানে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কোনো কথা না বলেই চলে এসেছেন কি না! এর জবাবে তিনি বলেন, তাদের বলা হয়েছিল- ‘এলডিপি দেশের প্রথম নিবন্ধিত দল। আমরা আমন্ত্রণ পেয়ে এসেছি। তারপরও যেহেতু নাম নেই তালিকায়, তাহলে ভাবলাম হয়তো আমরা ভুল করে ভুল কোনো জায়গায় চলে এসেছি। এরপর সেখান থেকে চলে আসি।’
কার মাধ্যমে সংলাপের দাওয়াত পেয়েছিলেন? এর উত্তরে তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আদিলুর রহমান আমাদের মহাসচিব ড. রেদওয়ান আহমদকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন। তখন আমাদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন বলে জানিয়ে দেওয়া হয়।’ এ ব্যাপারে পরবর্তী সময়ে কারও সঙ্গে কথা বলবেন কি না? এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘না আমরা কারও সঙ্গে কথা বলব না। তবে এলডিপি একটাই। এক নম্বর নিবন্ধিত দলকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না।’