বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। তাদের নির্বাচনপদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। এর পরই দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এবং হাবিবুর রহমান হাবিব প্রমুখ।