মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল এ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ১১৩ কিলোমিটার দীর্ঘ ও ১৯ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালির দুটি দ্বীপ পেদ্রা ব্রাঙ্কা এবং সাউথ লেজের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে। ২০০৮ সালে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এ দুটি দ্বীপকে সিঙ্গাপুরের ভূখন্ড হিসেবে ঘোষণা করে রায় দেন। মালয়েশিয়ার তৎকালীন সরকার এ রায়ের বিরুদ্ধে আবেদন করে। তবে ২০১৮ সালে সেই আবেদন প্রত্যাহার করে নেয় মালয়েশিয়া। সে সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। বিতর্কিত এই দ্বীপ দুটির দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে ৯৯ বছর বয়সি মাহাথিরের বিরুদ্ধে গত সপ্তাহে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রাজকীয় তদন্ত কমিশন (আরসিআই)। গতকাল মাহাথির সাংবাদিকদের বলেন, দ্বীপের দাবি প্রত্যাহারের সিদ্ধান্তটি আইন বিশেষজ্ঞদের পরামর্শে তৎকালীন মন্ত্রিসভা নিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন কেন সেই মন্ত্রিসভার সদস্যদের সাক্ষী হিসেবে ডাকা হয়নি বা তাদের বিরুদ্ধে একই ধরনের তদন্ত করা হয়নি। তিনি বলেন, যেসব মানুষ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিল, তারা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি করতে চাইত, তারা তা করতে পারত। কিন্তু কেউই কিছু বলেনি। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কয়েক মাস আগে এ বিষয়ে আরসিআইকে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুযায়ী তদন্ত শেষে বৃহস্পতিবার ২১৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় আরসিআই। সেখানেই দ্বীপের মালিকানা ছেড়ে দেওয়া এবং তার সঙ্গে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে মাহাথিরের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর অনুমোদন দেওয়া হয়। মাহাথির আরসিআইকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন এবং তার সুনাম নষ্ট করাই এর লক্ষ্য বলে দাবি করেছেন। তিনি আনোয়ারের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন যে, তদন্তের ফলাফল মাহাথির সরকারের দেশদ্রোহিতার প্রমাণ করে। তিনি বলেন, ‘আমি যদি বিশ্বাসঘাতক হই তাহলে আমার তৎকালীন ডেপুটিও একই রকম বিশ্বাসঘাতক।’ তার তৎকালীন ডেপুটি, আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলকে ইঙ্গিত করেছেন তিনি। কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছেন মাহাথির ও তার সাবেক শিষ্য আনোয়ার (বর্তমানে প্রতিদ্বন্দ্বী)। রয়টার্স
শিরোনাম
- নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
- রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক বসতঘর-স্থাপনা, শিশুর মৃত্যু
- জাবি ছাত্রদলের জরুরি সভায় দুই গ্রুপের হট্টগোল, ভাঙচুর
- খুলনাকে হারিয়ে চিটাগংয়ের টানা চার জয়
- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত
- জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, প্রজ্ঞাপন জারি
- মারামারির ভিডিও করতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর
- মাদারগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতকে চেক প্রদান
- লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ প্রবাসী
- যুদ্ধবিরতির ঘোষণা না দিয়ে আড়ালে যা করছেন নেতানিয়াহু
- লস অ্যাঞ্জেলেসে এবার ‘টর্নেডো দাবানলের’ শঙ্কা!
- ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরালেন আলবেনীয় প্রধানমন্ত্রী (ভিডিও)
- হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
- বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা: হাসনাত আব্দুল্লাহ
- সাইফ আলীকে কুপিয়ে দুর্বৃত্তের পালানোর ভিডিও প্রকাশ্যে
- রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, উপদেষ্টাদের প্রতি আহ্বান বিএনপির
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৭
- জামিন পেয়েই সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন সেই চিকিৎসক
- যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা
- শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০২:০২,
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বিশ্বাসঘাতকতা অস্বীকার
মাহাথিরের হুঁশিয়ারি
প্রতিদিন ডেস্ক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর