মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল এ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ১১৩ কিলোমিটার দীর্ঘ ও ১৯ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালির দুটি দ্বীপ পেদ্রা ব্রাঙ্কা এবং সাউথ লেজের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে। ২০০৮ সালে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এ দুটি দ্বীপকে সিঙ্গাপুরের ভূখন্ড হিসেবে ঘোষণা করে রায় দেন। মালয়েশিয়ার তৎকালীন সরকার এ রায়ের বিরুদ্ধে আবেদন করে। তবে ২০১৮ সালে সেই আবেদন প্রত্যাহার করে নেয় মালয়েশিয়া। সে সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। বিতর্কিত এই দ্বীপ দুটির দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে ৯৯ বছর বয়সি মাহাথিরের বিরুদ্ধে গত সপ্তাহে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রাজকীয় তদন্ত কমিশন (আরসিআই)। গতকাল মাহাথির সাংবাদিকদের বলেন, দ্বীপের দাবি প্রত্যাহারের সিদ্ধান্তটি আইন বিশেষজ্ঞদের পরামর্শে তৎকালীন মন্ত্রিসভা নিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন কেন সেই মন্ত্রিসভার সদস্যদের সাক্ষী হিসেবে ডাকা হয়নি বা তাদের বিরুদ্ধে একই ধরনের তদন্ত করা হয়নি। তিনি বলেন, যেসব মানুষ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিল, তারা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি করতে চাইত, তারা তা করতে পারত। কিন্তু কেউই কিছু বলেনি। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কয়েক মাস আগে এ বিষয়ে আরসিআইকে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুযায়ী তদন্ত শেষে বৃহস্পতিবার ২১৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় আরসিআই। সেখানেই দ্বীপের মালিকানা ছেড়ে দেওয়া এবং তার সঙ্গে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে মাহাথিরের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর অনুমোদন দেওয়া হয়। মাহাথির আরসিআইকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন এবং তার সুনাম নষ্ট করাই এর লক্ষ্য বলে দাবি করেছেন। তিনি আনোয়ারের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন যে, তদন্তের ফলাফল মাহাথির সরকারের দেশদ্রোহিতার প্রমাণ করে। তিনি বলেন, ‘আমি যদি বিশ্বাসঘাতক হই তাহলে আমার তৎকালীন ডেপুটিও একই রকম বিশ্বাসঘাতক।’ তার তৎকালীন ডেপুটি, আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলকে ইঙ্গিত করেছেন তিনি। কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছেন মাহাথির ও তার সাবেক শিষ্য আনোয়ার (বর্তমানে প্রতিদ্বন্দ্বী)। রয়টার্স
শিরোনাম
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০২:০২,
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বিশ্বাসঘাতকতা অস্বীকার
মাহাথিরের হুঁশিয়ারি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর