সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-কে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে দক্ষিণ-এশিয়ার দেশগুলো লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি। কিন্তু, ভারত-পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। গতকাল সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টস (এসএফও) সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যোগ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমি মনে করি, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। এ সময় তিনি সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টস (এসএফও) এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এ বি এম এফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস তাঁর ছোট ভাই, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব মরহুম মুহাম্মদ জাহাঙ্গীরকেও স্মরণ করেন এবং তাঁর ভাইয়ের ক্যান্সার ধরা পড়ার পর তাঁর পুরো পরিবার যে দুর্ভোগের মধ্য দিয়ে গিয়েছিল সেই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য যে প্রযুক্তিগত সহায়তা দরকার তা আমরা এখনো পাচ্ছি না। ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদানে সার্কের ভূমিকা খুবই অনুপ্রেরণাদায়ক।
শিরোনাম
- মুম্বাইকে হারিয়ে জয় দিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের
- আশুলিয়ায় অবৈধ উচ্ছেদ অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর
- বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের মৃত্যু
- ছাতকে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
- এবারের শোভাযাত্রা কেবল আরও ইনক্লুসিভ হবে তা না, আরও কালারফুল হবে
- কারাগারে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোগলু, তুরস্কে বিক্ষোভ
- নূর জাদুতে মুম্বাইকে ১৫৫ রানে বেঁধে ফেলল চেন্নাই
- স্বামীর আত্মহত্যা লাইভে দেখলেন স্ত্রী
- সৌদিতে বাস দুর্ঘটনায় ৬ ওমরাহযাত্রীর মৃত্যু
- মক্কায় ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত
- পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৬
- বাউবিতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালক ড. মুন্নুজান খানম
- খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ ভুয়া : বিএনপি
- পুলিশকে ফাঁকি দিতে ৯ কোটি টাকার দুল গিলে ফেলল চোর
- আগস্টের আন্দোলনের রূপ দিয়েছে তারেক রহমান : টুকু
- ৫২৮ রানের ম্যাচে ৪৪ রানে হারল রাজস্থান
- ইসরায়েলের হামলায় শীর্ষ হামাস নেতা নিহত, ৫০ হাজার ছাড়িয়েছে প্রাণহানি
- মুম্বাইয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে চেন্নাই
- ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৪ কোটি ডলার
ভারত-পাকিস্তানের জন্য সার্ক সক্রিয় হচ্ছে না : ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর