বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সব রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি তাদের কাছে আমার মিনতি জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই।’ তিনি বলেন, ‘রাষ্ট্র এবং জনগণের আকাক্সক্ষা পূরণের জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি তাহলে তো ২০১৪, ২০১৮, ২০২৪-এর মতো নির্বাচন হবে। এত রক্ত দিয়েছি কি আবার সেই নির্বাচনের জন্য?’ গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবুল হাসেম খান, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদ্দিন, গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আবদুল হাকীম, গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর নায়েয়ে আমির মো. খায়রুল হাসান, ২০২৪-এর আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্তসহ জেলার সিনিয়র নেতারা।