দেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে গতকাল বেলা ২টায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নার্সিং শিক্ষার্থীরা। সন্ধ্যার পরও সড়ক অবরোধ অব্যাহত রাখলে রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে তারা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে তিনজনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে তারা কোনো ঘোষণা ছাড়াই শাহবাগ মোড় থেকে সরে যান। অবরোধের সাড়ে ৬ ঘণ্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এক শিক্ষার্থী জানান, ‘আমরা পুলিশের কাছে ১০ মিনিট সময় চেয়েছিলাম। কিন্তু আমাদের সময় না দিয়ে লাঠিচার্জ করা হয়। এতে অসংখ্য ভাই-বোন আহত হয়েছেন। এখন আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি। এখানে আমরা নিজেরা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।’ এর আগে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শাহবাগসহ আশপাশের সড়কে যানজটে আটকে পড়া যাত্রীরা। জানা যায়, গতকাল প্রথমে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা এক দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে দাবিপূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন।
জোবায়ের হোসেন নামে আন্দোলনরত এক নার্সিং শিক্ষার্থী বলেন, ‘এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন করতে হবে।’ নার্সিং শিক্ষার্থীরা একই দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছেন।
জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আরেফিন মাহমুদ বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির পক্ষে আমরা শাহবাগ মোড়ে জমায়েত হয়েছি। এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রির মান পাচ্ছেন অন্যরা। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।’
শাকিল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। একবার এইচএসসি পাস করে সাড়ে তিন বছর পড়াশোনা, ইন্টার্নশিপ করে আমরা আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাচ্ছি। তাহলে আমাদের দাবি কি যৌক্তিক না?’