ঢাকা কাস্টমস হাউসের আওতাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস স্টেশনে কর্মবিরতির ফলে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কাস্টমস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনের ফলে রাজধানীর কাস্টমস হাউস কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি), চট্টগ্রাম কাস্টমস হাউসসহ সারা দেশের কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে একই অবস্থা তৈরি হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তের লক্ষ্যে প্রণীত একটি সরকারি অধ্যাদেশের প্রতিবাদে কাস্টমস কর্মকর্তারা দ্বিতীয় দিনের মতো গতকাল এ কর্মবিরতি পালন করেন। ফলে দেশের অন্যতম এই কাস্টমস স্টেশনে আমদানি ও রপ্তানি পণ্যের ওপর শুল্ক নির্ধারণসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েন আমদানি-রপ্তানিকারকরা।
ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমদানি-রপ্তানিসংক্রান্ত প্রায় ৫ হাজার পণ্য চালানের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট জমা পড়েছে। একই সময় পর্যন্ত আমদানি-রপ্তানিসংক্রান্ত্র প্রায় ৩ হাজার পণ্য চালান জমা হয়েছে। এ ছাড়া কাস্টম হাউস আইসিডি, কমলাপুরেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানির প্রায় ২ হাজার ও রপ্তানির প্রায় ৫ হাজার। তবে কর্মবিরতির কারণে কোনো কার্যক্রমই চলছে না। শুল্ক হাউসের গুরুত্বপূর্ণ অংশীদার চট্টগ্রাম সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন বলেন, কর্মবিরতির কারণে সব কাস্টমস ক্লিয়ারেন্স বন্ধ রয়েছে।
বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল কাস্টমস কার্যক্রম শেষ করতে না পারায় দুদিনের সরকারি ছুটিতে পড়েছেন তারা। ফলে ডেলিভারি ও পোর্ট হ্যান্ডলিংয়ে বিলম্ব হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমদানিকারকদের। কাস্টমস কর্মকর্তারা জানান, স্টাফরা অফিসে এলেও কোনো অফিসিয়াল কাজ হচ্ছে না। সি অ্যান্ড এফ এজেন্টরাও কার্যত বসে আছেন। কর্মসূচি বিকাল ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও কর্মঘণ্টা কম থাকায় কাস্টমস কার্যক্রম শুরু হয় না।
রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতার বাইরে থাকলেও তাতেও ছিল ধীরগতি। কর্মবিরতির প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দর ও সংলগ্ন ১৯টি বেসরকারি ডিপোতে। বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ হয়ে যায়। একইভাবে বেসরকারি ডিপো থেকে বন্দরে রপ্তানি পণ্য এবং বন্দর থেকে ডিপোতে আমদানি পণ্যবোঝাই কনটেইনার পরিবহনেও অচলাবস্থা দেখা দেয়। যশোরের বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কলমবিরতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে গতকাল বিকাল পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় ছিল ৪৫০টি ট্রাক। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এনবিআরের অধীনের সব প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে কলমবিরতি পালন হয়। দাবি আদায়ে আগামীকাল কর্মবিরতি পালন হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম ও বাজেট কার্যক্রম এই কলমবিরতির আওতার বাইরে রয়েছে বলে জানায় এনবিআর ঐক্য পরিষদ।
শ্রমিকদের কর্মবিরতি, বন্দরে কনটেইনার পরিবহন ব্যাহত : চট্টগ্রামসহ সারা দেশে গতকাল ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কনটেইনার বহনকারী গাড়ি প্রাইম মুভার (লরি) শ্রমিকরা। এক শ্রমিক নেতা ও দুই চালককে মারধরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এতে চট্টগ্রাম বন্দর এবং ১৯টি বেসরকারি ডিপোতে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে যায়। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে গতকাল পাঁচ ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীরা। এতে আমদানি-সংক্রান্ত কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতার বাইরে থাকলেও তাতে ছিল ধীরগতি। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, মঙ্গলবার রাতে সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালককে নগরীর পাহাড়তলী থানায় মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়। ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন শিকদার জানান, কর্মসূচির কারণে বন্দরে রপ্তানি ও খালি কনটেইনার পাঠানো যায়নি। একইভাবে আমদানি কনটেইনারও বন্দর থেকে আসেনি। প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান জানান, পুলিশ প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।