আরব আমিরাতের বিপক্ষে আজ প্রথম টি-২০ খেলবেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরই শারজাহ থেকে দিল্লি উড়ে যাবেন টাইগার পেসার। আইপিএলে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। তাঁকে লিগ পর্বের তিনটি শেষ ম্যাচের জন্য দলভুক্ত করেছে দিল্লি। এজন্য দলটিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি বা বাংলাদেশি সাড়ে ৮ কোটি টাকা। প্রথম ম্যাচ খেলে মুস্তাফিজকে চলে যাওয়ার অনাপত্তি ছাড়পত্র দিয়েছে বিসিবি। অনাপত্তি ছাড়পত্রে উল্লেখ আছে ১৮-২৪ মে পর্যন্ত তাঁকে অনুমতি দেওয়ার কথা। মরুশহর শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবেন লিটন দাসের নেতৃত্বে টাইগাররা। ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার লিটনকে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত করেছে বিসিবি। আমিরাতের বিপক্ষে সিরিজে তাঁর নেতৃত্বে খেলবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের নেতৃত্বে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা হয়েছিল টি-২০ সিরিজে। যদিও লিটন খুব ছন্দে নেই। তার পরও তাঁর ওপর আস্থা রেখেছে বিসিবি। শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দেশ এখন পর্যন্ত তিনটি টি-২০ ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। তিনটিই জিতেছেন টাইগাররা। ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে খেলেছিলেন দুই ম্যাচের সিরিজ। টাইগাররা সিরিজটি জিতেছিলেন ২-০ ব্যবধানে। স্বাগতিকদের হারিয়েছিলেন যথাক্রমে ৭ ও ৩২ রানে। ২০১৬ সালে মিরপুরে টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে ৫১ রানে জিতেছিল বাংলাদেশ। শারজায় এই প্রথম আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মরুশহরটিতে টি-২০ ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যদিও তিনটি টি-২০ খেলে সবকটিতেই হেরেছেন। আট ওয়ানডের একটিতে জিতেছেন। টি-২০ ম্যাচগুলোর সর্বশেষটি খেলেছেন ২০২২ সালে এশিয়া কাপে। আফগানিস্তানের কাছে ম্যাচটি হেরেছিলেন ৭ উইকেটে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছিলেন সেবার। এ মাঠে ডিসম্বেরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন। সে অভিজ্ঞতাই কাজে লাগাবে লিটন বাহিনী।
শিরোনাম
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
বাংলাদেশ আমিরাত প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর