আরব আমিরাতের বিপক্ষে আজ প্রথম টি-২০ খেলবেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরই শারজাহ থেকে দিল্লি উড়ে যাবেন টাইগার পেসার। আইপিএলে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। তাঁকে লিগ পর্বের তিনটি শেষ ম্যাচের জন্য দলভুক্ত করেছে দিল্লি। এজন্য দলটিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি বা বাংলাদেশি সাড়ে ৮ কোটি টাকা। প্রথম ম্যাচ খেলে মুস্তাফিজকে চলে যাওয়ার অনাপত্তি ছাড়পত্র দিয়েছে বিসিবি। অনাপত্তি ছাড়পত্রে উল্লেখ আছে ১৮-২৪ মে পর্যন্ত তাঁকে অনুমতি দেওয়ার কথা। মরুশহর শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবেন লিটন দাসের নেতৃত্বে টাইগাররা। ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার লিটনকে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত করেছে বিসিবি। আমিরাতের বিপক্ষে সিরিজে তাঁর নেতৃত্বে খেলবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের নেতৃত্বে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা হয়েছিল টি-২০ সিরিজে। যদিও লিটন খুব ছন্দে নেই। তার পরও তাঁর ওপর আস্থা রেখেছে বিসিবি। শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দেশ এখন পর্যন্ত তিনটি টি-২০ ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। তিনটিই জিতেছেন টাইগাররা। ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে খেলেছিলেন দুই ম্যাচের সিরিজ। টাইগাররা সিরিজটি জিতেছিলেন ২-০ ব্যবধানে। স্বাগতিকদের হারিয়েছিলেন যথাক্রমে ৭ ও ৩২ রানে। ২০১৬ সালে মিরপুরে টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে ৫১ রানে জিতেছিল বাংলাদেশ। শারজায় এই প্রথম আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মরুশহরটিতে টি-২০ ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যদিও তিনটি টি-২০ খেলে সবকটিতেই হেরেছেন। আট ওয়ানডের একটিতে জিতেছেন। টি-২০ ম্যাচগুলোর সর্বশেষটি খেলেছেন ২০২২ সালে এশিয়া কাপে। আফগানিস্তানের কাছে ম্যাচটি হেরেছিলেন ৭ উইকেটে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছিলেন সেবার। এ মাঠে ডিসম্বেরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন। সে অভিজ্ঞতাই কাজে লাগাবে লিটন বাহিনী।
শিরোনাম
- হাজার কোটি টাকায় ম্যানইউতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার
- ভাগ্যহত চিকিৎসক দম্পতি ও তিন শিশু সন্তানের হাস্যোজ্জ্বল সেলফি, অতঃপর..!
- যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৭১
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ
- দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের স্বপ্ন: মিরাজ
- 'বাংলাদেশের ভবিষ্যতের জন্য ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ'
- বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ
- বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন প্রধান উপদেষ্টা
- পাখির আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে ভারতের প্লেনটি
- যমুনা সেতু দিয়ে একদিনে ৩১ হাজার যানবাহন পারাপার
- ভারতে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ঝাঁপ দেয়া যাত্রীকে জীবিত উদ্ধার, দাবি রিপোর্টে
- ভারতের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের শোক
- ভারতে প্লেন দুর্ঘটনায় হতবাক ব্রিটিশ রাজা চার্লস
- ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ফরিদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- গাইবান্ধায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
- ‘জুলাই আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে বিএনপি’
- প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা
- ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক