ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। আজ (রবিবার) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধ ঘোষণার সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না। একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যক্ষ কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত ‘দুরবস্থা’ নিয়ে শিক্ষার্থীরা দাবিদাওয়া জানিয়ে আসছেন। তাতে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিরসনে শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাডেমিক কাউন্সিল একমত পোষণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দৃশ্যমান ফল প্রাপ্তির সময়সীমা নিয়ে শিক্ষার্থীদের অনড় অবস্থান রয়েছে। গণপূর্ত বিভাগ ইতোমধ্যে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের চতুর্থ তলাকে পরিত্যক্ত ঘোষণা করেছে। বিকল্প আবাসন নিশ্চিত করা হলেও শিক্ষার্থীদের ‘অসহযোগিতার’ কারণে তা খালি করা যায়নি। এ পরিস্থিতি অবস্থানরতদের জীবনের জন্য ‘অত্যন্ত হুমকিস্বরূপ’ বর্ণনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে নতুন ব্যাচ কে-৮২ ‘স্বপ্রণোদিত’ হয়ে অথবা ‘প্ররোচিত’ হয়ে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি ‘কালো অধ্যায়’। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চলমান অচলাবস্থা নিরসনের জন্য রবিবার থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ‘অনির্দিষ্টকালের’ জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের রবিবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ কামরুল আলম। নিরাপদ ক্যাম্পাস ও আবাসনসহ পাঁচ দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকালে সরেজমিন ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ফজলে রাব্বি হলের মেইন বিল্ডিংয়ের চার তলায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। কলেজের ২০২২-২৩ সেশনের জাকারিয়া আলম নামের এক শিক্ষার্থী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রায় সাত মাস আগে গণপূর্ত বিভাগ ফজলে রাব্বি হলকে ঝুঁকিপূর্ণ এবং এখানের চার তলাকে মেরামত অযোগ্য বলে পরিত্যাগ করার জন্য বলা হয়। কিন্তু চার তলার শিক্ষার্থীদের কোনো বিকল্প আবাসন না করায় আমরা এতদিন ঝুঁকি নিয়ে এখানে অবস্থান করছি। কলেজ প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। সর্বশেষ যখন এখানের অবস্থা বেশি খারাপ হতে থাকে এবং শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে তখন কলেজ প্রশাসন দায়মুক্তির জন্য এমন জায়গায় বিকল্প আবাসন দেওয়ার কথা বলে যেখানে শিফট করা সম্ভব নয়। যেমন তারা বলে, কেয়ারটেকার-প্রভোস্টের বাসায় ওঠার জন্য, ইন্টার্ন শিক্ষকদের হোস্টেলে যাওয়ার জন্য। কিন্তু এসব জায়গায় শিফট করা সম্ভব নয়। আমরা যদি চার তলা ছেড়ে তিন তলায় গিয়েও উঠি তা-ও আমাদের জীবনের নিশ্চয়তা নেই। ছোটখাটো ভূমিকম্প হলেই একটা বিপর্যয় নেমে আসবে। আমাদের মূল দাবি হচ্ছে- দ্রুত বিকল্প আবাসন ব্যবস্থা, নতুন হলের বাজেট করা, প্রজেক্টে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করা। আরেকটি অন্যতম দাবি ছিল স্বাস্থ্য উপদেষ্টা এসে হল পরিদর্শন করবেন। কিন্তু সে পদক্ষেপ আমরা দেখিনি। আমাদের দাবি পূরণে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কোনো পদক্ষেপ দেখছি না, তারা দীর্ঘসূত্রতা করছেন।
শিরোনাম
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
- কলাপাড়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের, কৃষকরা পড়েছেন সংকটে
- জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : আমীর খসরু
- সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
- আইএমইআই পাল্টে দেশ-বিদেশে মোবাইল পাচার, চট্টগ্রামে গ্রেপ্তার ৫
- টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ
- শেরপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার
- অতি দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল
- অজয়ের ফিঙ্গার ড্যান্স নিয়ে মজা করলেন স্ত্রী কাজল
- সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
- ১২০ কোটি টাকার ব্যাগ! জেনে নিন কী ছিল বিশেষত্ব
- জুলুমমুক্ত দেশ গড়তে হবে : ফয়জুল করিম
আন্দোলনে উত্তাল রাজধানী
আবাসন নিয়ে উত্তপ্ত ঢামেক
♦ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ♦ হল ছাড়ার নির্দেশ ♦ দাবিতে অনড় শিক্ষার্থীরা
নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর