পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘৫ আগস্টের পর থেকে পুলিশ অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ইতিহাস তাদের সেই অবদান মনে রাখবে।’ গতকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রুপাতলিস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।’
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ : পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ। গতকাল সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।