ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ফলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। কোনো অবস্থায় এই সময় ১২ ঘণ্টার বেশি নেওয়া যাবে না।
গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় সরকারের চারটি অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করার নিয়ম আছে ফৌজদারি কার্যবিধিতে। আর গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে স্বজনদের তা জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও এতদিন তা সিআরপিসিতে ছিল না। ফলে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হতো বলে অভিযোগ রয়েছে। এবারের সংশোধনে সিআরপিসির ৫৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, পুলিশের সামনে অপরাধ করেছেন এমন হয়ে থাকলে সে ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবে। তিনি বলেন, আমরা আইন করেছি, সেখানে অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে। সেখানে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। এ ছাড়া বিচারিক তদারকি স্ট্রং করেছি। এই আইন যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে মানুষকে আর ইচ্ছামতো গ্রেপ্তার কিংবা গুম করা যাবে না। মানুষকে হয়রানি বন্ধ হবে এবং এটা যুগান্তকারী ভূমিকা হিসেবে পালন করবে। তিনি আরও বলেন, এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তার যথাযথ আইডেন্টিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়া মাত্র এসব দেখাতে হবে। কাউকে গ্রেপ্তারের পর থানায় এনে পরিবারকে জানাতে হবে। কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয় : নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের যে নিয়ম ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার চালু করেছিল, তা বাতিল করছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এবং বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে আসিফ মাহমুদ জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হবে। তিনি আরও বলেন, আইনের যে ধারাগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন করার কথা বলা হয়েছিল সেগুলো উপদেষ্টা পরিষদের বৈঠকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি বিগত সময়ে সরকারি দলের প্রতীকের বিশেষ সুবিধা এবং দলীয় প্রতীক কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনে হয়েছে।’ উপদেষ্টা বলেন, ‘প্রত্যাশা করছি এবার স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাঁদের ব্যালটের মাধ্যমে জিতে আসতে পারবেন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।