পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ‘যে ভাষায় আওয়ামী লীগ কথা বলত, রাজনীতি করত; আমাদের কিছু বন্ধুকে দেখি এখন ওই একই ভাষায় কথা বলছেন। সেই একই স্টাইলের রাজনীতি শুরু করেছেন। যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়, যদি হুমকিধমকির পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কী দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কী দরকার ছিল?’ গতকাল বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার, বাবুরহাট বাজার ও বুইচাকাঠি বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী আরও বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ রাজাকার রাজাকার ব্যবসা করেছে। দেশে বিভাজনের রাজনীতি করেছে। দেশে ঐক্যের বদলে অনৈক্যের বীজ বুনেছে। তাদের অপকর্মের বিরুদ্ধে ছাত্র-জনতা ফুঁসে উঠেছিল। যার ফলে জুলাই বিপ্লব এসেছিল। আজ আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছেন। ২৫ বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন তখন জামায়াত রাজাকার ছিল না? তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে আজ হঠাৎ কেন রাজাকার হলো?’ এ সময় ভারতের অপরাজনীতির কথা উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশে বিভাজনের রাজনীতি আবার শুরুর ষড়যন্ত্র করছে ভারত। তাদের কিছু পোষ্য দালাল আছে যারা এখনো আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি চালুর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিভাজনের কোনো রাজনীতি দেশবাসী মেনে নেবে না।’শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবদুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী জাকির হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক শেখ, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিব হোসাইন প্রমুখ।