বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তাই কোনো আঘাত এলে পাল্টা আঘাত দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই, ভারত থেকে প্রতিনিয়ত উসকানি দিচ্ছে। তারা ছাত্র-যুবলীগকে গন্ডগোল করার জন্য নির্দেশ দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।’
জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করা হবে, এ বিষয়ে কোনো আপস নাই। ড. ইউনূস চেষ্টা করছেন দেশকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের মধ্যে ঐক্য আছে, সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।’ এই সময়ে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। পরে খাল পরিষ্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।